একজন তরুণ একটি প্রাণের উৎস, তাদের এক একটি স্বপ্ন সমাজে আনে নতুন পরিবর্তন। তারুণ্যের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে এক নতুনত্বের স্বপ্নে যাত্রা শুরু "অরুণ প্রাতের তরুণ দলের"। ২০১৫ সালে ১৫ জন সদস্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসুচি এর মাধ্যমে যাত্রা শুরু, সময়ের পরিক্রমায় বিস্তৃত হয়েছে সংগঠন এর আকার এবং কর্মসুচি। লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। শিক্ষা, বৃক্ষরোপণ ও আর্তের সেবায় নিবেদিত সংগঠন এর প্রতিটি সদস্য। স্বপ্ন উন্নত ও সমৃদ্ধ নতুন এক সমাজ।