(একজন চিকিৎসক হয়ে, সময় নিয়ে আপনার সমস্যা শুনি)
🙍♂️ আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আসলে শরীরে ঠিক কী হচ্ছে।
⏳ আর সব সময় আমাদের সব কথা বলারও সুযোগ থাকে না।
তাই "গল্প শুনি" – একটি ভিন্নধর্মী, মানবিক সেবা।
🔹 আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্যের সমস্যা শুনি – টেলিমেডিসিন বা ভয়েস মেসেজ এ
🔹 সময় নিয়ে বুঝিয়ে দেই (clinical suggestion) – কোন সমস্যা কতটা গুরুতর হতে পারে।
🔹 আপনাকে বুঝিয়ে দিই –
◾ কী ধরনের ডাক্তার দেখানো উচিত
◾ কী বিষয়ে সচেতন থাকা দরকার
◾ প্রয়োজন হলে কী ধরণের টেস্ট করা যেতে পারে
❌ আমি ঔষধ বা প্রেসক্রিপশন দিই না।
✅এই সার্ভিসে আমি একজন শ্রোতা চিকিৎসক – আপনার গল্প শুনে বোঝার এবং সাহায্য করার চেষ্টা করি। তবে যাদের আগে থেকে কোন প্রেসক্রিপশন নেই তাদেরকে দেই কিংবা যাদের অনেক গুলো প্রেসক্রিপশন তাদের কে প্রেসক্রিপশন গুছিয়ে এক করে দেই।
বিঃদ্রঃ যারা আমার কাছে চিকিৎসা করাতে চান তাদের জন্য ভিন্ন সার্ভিস চালু আছে
(সরাসরি সাক্ষাৎ এবং টেলিমেডিসিন)
✔️ দীর্ঘদিনের রোগী যাদের অনেক কথা জমে আছে
✔️ জটিল সমস্যায় বিভ্রান্ত পরিবার
✔️ যারা ডাক্তার দেখাতে চাইছেন কিন্তু আগে একটু বুঝতে চান
✔️ ব্যস্ত জীবনে প্রশ্ন অনেক, উত্তর নেই – এমন মানুষ।
📲 সিরিয়াল দিয়ে WhatsApp-এ ভয়েস বা মেসেজ পাঠান: https://wa.me/8801609673889
হেডলাইনে লিখুন: “আমার একটা গল্প আছে”
এরপর প্রয়োজনীয় কাগজপত্রের ছবি বা পিডিএফ পাঠিয়ে রাখুন। আপনার সিরিয়াল এর উল্লেখিত সময়ে বা কাছাকাছি সময়ে ডাক্তার নিজেই What's App (হোয়াটস এপ) এ আপনাকে কল করবেন।
💵 প্রতি কেস: ৪০০ টাকা
⏱️ সময়: ১৫ মিনিট (টেলিমেডিসিন বা ভয়েস)
অনলাইন পেমেন্ট
আপনার দেওয়া সব তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।
প্রেসক্রিপশন কিভাবে পাবেন?
নিচের ৩ টা পদ্ধতির এক বা একাধিক মাধ্যমে পাঠানো হবে
১। মোবাইল নম্বরে (ইনবক্সে)
২। ইমেইল এ
৩। হোয়াটস এপ এ
আপনি যেকোন মাধ্যম থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
“রোগের গল্প বলুন—আমি শুনছি।”
“আপনার কথা কেউ না শুনলে, আমি আছি।”