গন্তব্যে নয়, আমার শান্তি তো শুধু তো পথ চলায়
ঘর নয়, দূরে আরও অনেক দূরে চলে যেতে চাই
পাহাড় বেয়ে ঝর্ণা যেথায়, নদীতে গিয়ে মেশে ।।
আকাশ হবে উন্মুক্ত, আমার পৃথিবী জুড়ে
একাকিত্বকে আঁকড়ে বাঁচে,স্মৃতিমহলে আবদ্ধ মন খারাপি সুখ।
মেঘের ঘর আচ্ছন্ন নিম্নচাপে,হৃদয় আচ্ছাদিত বিষন্নতার অসুখ।
বাস্তব জীবন কোনো তিন ঘন্টার সিনেমা নয়
কিন্তু প্রত্যেক তিন ঘন্টার সিনেমায় এক একটা বাস্তব জীবন থাকে লুকিয়ে!!!
@চন্দ্রনাথ পাহাড়,সীতাকুণ্ড
হারিয়ে পথের দিশা,কোথায় শেষ অসমাপ্ত ভ্রমণ?