To know the technology about alternative building materials, #sandcement blocks, aerated concrete #ferrocement technology. #ecofriendly constriction m
OFFICE
অত্যন্ত আকর্ষণীয়, সময় উপযোগী পরিবেশ বান্ধব, হালকা ওজনের কংক্রিট -সেলুলার লাইট ওয়েট কংক্রিট। এটি একটি আধুনিক এবং ভবিষ্যৎ নির্মাণ সামগ্রী। অনেকে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন। প্রয়োজন মতে এ ধরনের একটি ইন্ডাস্ট্রি স্থাপন করা যেতে পারে। মিক্সিং রেশিও সম্পর্কে জানার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
অনেক উদ্যোক্তারাই পোড়ামাটির ইট ও কংক্রিট ব্লকের মধ্যে তুলনা করতে চান। প্রকৃতপক্ষে কংক্রিট ব্লক হলো একটি পরিবেশবান্ধব ব্লক যা তৈরি করতে কোন জ্বালানীর প্রয়োজন পড়ে না। কেবলমাত্র নদীর ড্রেজিং বালি সিমেন্ট এবং অ্যাডমিঞ্চার এর মাধ্যমে কংক্রিট ব্লক তৈরি হয়ে থাকে। কংক্রিট ব্লক তৈরি করার খরচ এবং এর মিক্সিং রেশিও সম্পর্কে জানার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
To solve the salinity problem of concrete block, we have to visit near Dhaka say birulia. and finally we suggested that different anti salinity additives have to be used in concrete block production. and finally we produce fair and fine concrete block
Product made by latest technologies and continuing its improvement policy.the product quality and service to maintain International standard to their success and professionalism.
DISCUSSION ABOUT ADMIXTURE
INDUSTRY SET UP MEETING
কনক্রিট ব্লক তৈরী মেশিন স্থাপন করে আপনিও গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের ইন্ডাস্ট্রি। পোড়া ইটের বিকল্প নির্মাণ উপকরণ- পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক এর গুণগত মান রক্ষা করা, বিভিন্ন ধরনের গবেষণার ফলাফল সকলের মধ্যে উম্মুক্ত করন, কংক্রিট ব্লক ব্যবহার পদ্ধতি এবং কংক্রিট ব্লক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এ নিয়ে উন্মুক্ত আলোচনার অংশবিশেষ। বর্তমানে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়ায় কংক্রিট ব্লক ব্যবহারে দিন দিন সকলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
https://www.instagram.com/ahsanhbri/
I want to develop environment friendly, cost effective and energy efficient products for coming generation and Grab a reputed position in this sector.
know the technology about alternative building materials, #sandcement blocks, aerated concrete #ferrocement technology. #ecofriendly constriction materials#. Different types of #Admixture, Nature, Uses etc. Research about building Materials. Different Chemical Publications.
“ঢাকা শহরে ৫৮ ভাগ বায়ুদূষণ হয় ইটভাটার জন্য। বর্তমানে (প্রচলিত) ইটভাটা বন্ধের জন্য পরিকল্পনা ও আইন পাস করা হয়েছে। পরিবেশবান্ধব ইট বানানোর জন্য কাজ করছি।”- পরিবেশমন্ত্রী
বাংলাদেশ, ১৪৭৬১০ বর্গ কিলোমিটার এর একটি দেশ যেখানে ১৬ কোটি মানুষের বসবাস (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)। জায়গা এর তুলনায় জনসংখ্যা অনেক বেশী। তাই দেশে সুউচ্চ ভবন গড়ে উঠছে পাল্লা দিয়ে, দরকার হচ্ছে প্রচুর ইট এর। ইটের চাহিদার যোগান দিতে গিয়ে গড়ে উঠছে নতুন নতুন ইট ভাটা।
কিন্তু ইট ভাটার চিমনির ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ বালাই ছড়াচ্ছে। ধোঁয়া ও ধুলা দূষণে বিষাক্ত হচ্ছে পরিবেশ। কৃষি জমির ওপর একের পর এক ইটের ভাটা গড়ে ওঠায়, ফসলী জমি কমে যাচ্ছে। সামনে আসছে শীতকাল, এই সময় ইটের ভাটার কারণে বায়ু দূষণের মাত্রা অনেক বৃদ্ধি পায়। তাই সরকার ইটভাটা বন্ধ করে নতুন প্রযুক্তির পরিবেশ বান্ধব ইটের ব্যবহার করতে উৎসাহ
দিচ্ছে। (ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩)
পোড়া ইটের বিকল্প নির্মাণ উপকরণ- পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক এর গুণগত মান রক্ষা করা, বিভিন্ন ধরনের গবেষণার ফলাফল সকলের মধ্যে উম্মুক্ত করন, কংক্রিট ব্লক ব্যবহার পদ্ধতি এবং কংক্রিট ব্লক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এ নিয়ে উন্মুক্ত আলোচনার অংশবিশেষ। বর্তমানে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়ায় কংক্রিট ব্লক ব্যবহারে দিন দিন সকলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এ বিষয়ে প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। সময়ের প্রেক্ষিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে - এটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি নির্মাণ উপকরণ। খুবই স্বল্প সময়ের ব্যবধানে আমাদের দেশে পোড়া ইট এর ব্যবহার শূন্যের কোঠায় নেমে আসবে এবং পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার শতভাগ নিশ্চিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
*বন্ধু একাই আমি জাগবো,
আঁধার আকাশে একা চিরদিন চেয়ে আমি থাকব।
আমাকে সে ভুলে গেছে
সে কথা আমি তো বেশ জানি,
তবু স্মৃতির সাগর থেকে
বারেবারে ডেকে তারে আনি।
মরীচিকা জানি তবুও
আলো ভেবে দু নয়নে আঁকব॥
অনেক উদ্যোক্তারাই পোড়ামাটির ইট ও কংক্রিট ব্লকের মধ্যে তুলনা করতে চান। প্রকৃতপক্ষে কংক্রিট ব্লক হলো একটি পরিবেশবান্ধব ব্লক যা তৈরি করতে কোন জ্বালানীর প্রয়োজন পড়ে না। কেবলমাত্র নদীর ড্রেজিং বালি সিমেন্ট এবং অ্যাডমিঞ্চার এর মাধ্যমে কংক্রিট ব্লক তৈরি হয়ে থাকে। কংক্রিট ব্লক তৈরি করার খরচ এবং এর মিক্সিং রেশিও সম্পর্কে জানার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।