কনক্রিট ব্লক দ্বারা নির্মানের সুবিধা সমূহ:
১. শব্দ, অগ্নি ও তাপ নিরোধক;
২. বৈদ্যুতিক পাইপ বসানোর জন্য দেয়াল কাটতে হয়না;
৩. ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না;
৪. গাথুনির আগে ইটের মতো পানিতে ভেজাতে হয় না;
৫. কনক্রিট ব্লকে নোনা ধরে না, ঘামে না, স্যাঁতস্যাঁতে হয় না, শ্যাওলা পরে না বলে এটি ঝকঝকে ও দীর্ঘস্থায়ী;
৬. কনক্রিট ব্লকে ইটের তুলনায় কম পুরুত্বের প্লাস্টারিং করা হয়;
৭. বাড়ীর ওজন ও নির্মান ব্যয় দুটোই কমবে;
৮. পরিবেশ বান্ধব ও ভূমিকম্প সহনশীল;
০৯/ সিমেন্ট ৪০%, বালু ৪০%, ইট ৩০%, লেবার ৩০%,অপচয় ২০% কমবে।
১০/ সর্বমোট প্রায় মাটির ইট দিয়ে নির্মান করলে যে খরচ হবে , ইকো ইট/ কনক্রিট ব্লক দিয়ে নির্মান করলে প্রায় ২০%-৩০% ব্যয় কমবে।