Activities During Corona Pandemic
From the beginning of Corona, with the help of people and some volunteers, we have worked for about more than 100 days in different places of the Meherpur district. In the 1st phase, we worked about 75 days and in the 2nd phase, we tried our best to work about 20 days. In the 1st phase we worked from 23rd march 2020- 2nd August 2020 and in the 2nd phase we worked from 21st April 2021-12th May 2021. Starting from March 23, we have been able to support over 8/10 thousand families. Among the initiatives we took were free food stalls in the form of walls of humanity, house to house food stalls, vegetables to your home, free vegetable and fruit markets, oxygen service, essential medicines, Eid gifts, iftar items, masks, awareness leaflets, antiseptic bleaching powder sprays, and many more activities including maintaining social distance. We started with the distribution of Mask, but later we started relief work with the help of people. Our first activity was food distribution in the form of walls of humanity, Where people would leave the leftover food and take the necessary food. Apart from Meherpur district town, we have worked to deliver the relief to the villages as well. At first, it started alone but later about 10/15 volunteers participated in this work. In addition to the relief work, we would sit at the free vegetable market in different places every two days and give vegetables to about 300 families every day. Every day in the vegetable market we would choose a place where the people of the area are the most helpless. We used to buy about 400/500 kg of vegetables every day and distribute them in a balanced way. We have also provided fish and fruit for human nutrition and improved immunity. From which thousands of people have benefited. To maintain social distance in the mosques during these times, we have arranged sanitizers with distance markers, which were running every Friday thereafter. No one will enter except Mask and if there is no Mask we have provided a free Mask. To share the joy among the people during the two Eids, we have distributed Eid gifts among 900 people. During Ramadan, we have organized Iftar for an average of 150 people every day. In these 100 days, in the Corona situation, we wanted to work for the people and try to do at least a little bit with the cooperation of the people. At first, we started working alone but later different levels of people and volunteers came forward in our work and with the help of everyone we were able to help people. Our activities may not have changed people's lives, but they were a beacon to them in a moment of helplessness. We came to the aid of the helpless people with the highest level of cooperation which we think helped them to cope with the situation at least a little bit.
করোনা মহামারী সময়ের কার্যক্রম
করোনার শুরু থেকে মানুষের সহযোগিতায় এবং কিছু স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে আমরা প্রায় ১০০ দিনের মতো কাজ করেছি মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে। ২৩ মার্চ থেকে শুরু করে আমরা এসময়ে প্রায় ৮/১০ হাজারের উপরে পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। ১ম ধাপে আমরা প্রায় ৭৫ দিন এবং ২য় ধাপে প্রায় ২০ দিনের মতো কাজ করার চেষ্টা করেছি। ১ম ধাপে আমরা ২৩শে মার্চ ২০২০- ২রা আগস্ট ২০২০ এবং ২য় ধাপে ২১শে এপ্রিল ২০২১- ১২মে ২০২১ পর্যন্ত কাজ করেছি। আমাদের নেওয়া উদ্যোগের মধ্যে ছিল মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রীর ফ্রি দোকান, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী , সবজি যাবে আপনার বাড়ি, ফ্রি সবজি এবং ফল বাজার, অক্সিজেন সেবা, প্রয়োজনীয় ঔষধ, ইদ উপহার, ইফতার সামগ্রী,মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে, সামাজিক দূরত্ব বজায় সহ আরো অনেক কার্যক্রম। আমরা প্রথমে মাক্স বিতরণ দিয়ে কাজ শুরু করলেও পরে মানুষের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম শুরু করি। মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রী ছিল আমাদেড প্রথম কার্যক্রম। যেখানে মানুষ অবশিষ্ট খাদ্য রেখে যেত এবং প্রয়োজনীয় খাদ্য নিয়ে যেত। মেহেরপুর জেলা শহর বাদেও গ্রামের দিকেও সেই ত্রাণ সুষ্ঠুভাবে পৌঁছিয়ে দিতে কাজ করেছি আমরা। প্রথমে একা একা শুরু করলেও পরবর্তীতে ১০/১৫ জন মতো স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করেন। আমরা ত্রাণের কাজের পাশাপাশি প্রতি দুইদিনে বিভিন্ন স্থানে ফ্রি সবজি বাজার নিয়ে বসতাম এবং প্রতিদিন প্রায় ৩০০ পরিবারকে সবজি দিয়েছি। সবজি বাজারে প্রতিদিন আমরা এমন জায়গা বেছে নিতাম যে এলাকার মানুষ সবথেকে বেশি অসহায়। আমরা প্রতিদিনই প্রায় ৪০০/৫০০ কেজি সবজি ক্রয় করতাম এবং তা বিতরণ করা হতো সুষম উপায়ে। এছাড়াও মানুষের পুষ্টির কথা চিন্তা করে আমরা মাছ এবং ফলের বাজারও দিয়েছি। যেখান থেকে হাজারো মানুষ উপকৃত হয়েছেন। ইদের সময়ে মসজিদ গুলোতে সামাজিক দূরত্ব বজায়ের লক্ষ্যে আমরা দূরত্ব নির্ধারক চিহ্ন সহ স্যানিটাইজারের ব্যবস্থা করেছি,যা পরবর্তীতে প্রতি শুক্রবার চলমান ছিল। মাক্স বাদে কেউ প্রবেশ করবে না এবং মাক্স না থাকলে আমরা ফ্রি মাক্স প্রদান করেছি। করোনাকালে দুই ইদের সময়ে মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে আমরা ৯০০ মানুষের মাঝে ইদ উপহার সামগ্রী পৌঁছিয়ে দিয়েছি। রোজার সময়ে আমরা প্রতিদিন গড়ে ১৫০ মানুষের ইফতারের আয়োজন করেছি। এই ১০০ দিনে করোনা পরিস্থিতিতে আমরা মানুষের জন্য কাজ করতে চেয়েছি এবং মানুষের সহযোগিতায় কিছুটা হলেও করার চেষ্টা করেছি। প্রথমে একা একা কাজ শুরু করলেও পরবর্তী বিভিন্ন স্তরের মানুষ এবং স্বেচ্ছাসেবক আমাদের কাজে এগিয়ে আসেন এবং সকলের সহযোগিতায় আমরা মানুষকে সহযোগিতা করতে সক্ষম হই। আমাদের কার্যক্রম মানুষের জীবনকে হয়তো পরিবর্তন করতে পারেনি, কিন্তু অসহায় মূহুর্তে তাদের কাছে আলোর বাতি হয়ে ধরা দিয়েছিল। আমরা অসহায় মানুষদের কাছে সহযোগিতার সর্বোচ্চটুকু নিয়ে হাজির হয়েছিলাম যা তাদেরকে পরিস্থিতি মোকাবেলায় কিছুটা হলেও সহযোগিতা করেছে বলে আমরা মনে করি।