=====================
"অদল বদল" মাসিক পত্রিকা ৩৩০ টি সংখ্যা
১৩ খানি বই
=====================
“অদল বদল’’ সম্পাদক বিমল বিশ্বাসের জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল খুলনা জেলার মোল্লারহাট থানাধীন বড়বাড়িয়া গ্রামের মাতুলালয়ে। নিজবাড়ি তিন মাইল দূরে চরলাটিমা গ্রামে । পিতার নাম গোপাল চন্দ্র বিশ্বাস, মা জগদম্বা বিশ্বাস। গ্রামের স্কুলে প্রাইমারি শিক্ষা, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ঝিকরগাছা এম.ই. স্কুল, পরে যশোর হাইস্কুলে। যশোর কলেজে বি.এ. থার্ড ইয়ার পর্যন্ত। সুরেন্দ্রনাথ (রিপন) কলেজে ফোর্থ ইয়ার বি.এ.। ইকনমিক্সে এম.এ. পড়তে পড়তে কাস্টমস দপ্তরে প্রিভেণ্টিভ অফিসারপদে চাকরি। জয়েণ্ট চিফ কণ্ট্রোলার হিসাবে চাকুরি থেকে অবসরের পর বাংলা দলিত-সাহিত্যের লেখক সৃষ্টিতে আত্মনিয়োগ। “অদল বদল’’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক। প্রকাশিত পুস্তকের মধ্যে উল্লেখযোগ্য “আমার ভালবাসার মেয়ে’’, “নস্যি দিয়ে বন্ধু পেলাম’’, “গল্পের রংমশাল’’, “শিকারের হাতেখড়ি’’, “প্রেম নাম্বার ওয়ান থেকে ফোর’’ চারটি আলাদা গল্প প্রভৃতি। এ ছাড়া বহু মূল্যবান রচনা “অদল বদল’’-এর পাতায় মুদ্রিত।
দলিত তথা নিম্নবর্গীয় যেসব সাহিত্যিক, কবি, লেখক আজ সুনাম অর্জন করেছেন, তাঁদের মধ্যে অনেকেরই “অদল বদল” পত্রিকার মাধ্যমে লেখার হাতেখড়ি। অনেকেই সম্পাদক বিমল বিশ্বাসের আন্তরিক সহযোগিতা ও অবদানের ফসল।
“ভাষার জন্মের পর থেকে কিছু লোকের অনেক কথা অনেকভাবে বলা হয়েছে--- বলা হচ্ছে। তা সত্ত্বেও অনেক লোকের অনেক কথা আজও বলা হয়নি, বলা হচ্ছে না। একটু আধটু যা বলা হচ্ছে তা অনেকের কাছে পৌঁছে দেওয়া যায়নি, পৌঁছে দেওয়া যাচ্ছে না।
তেমনি কথা বলার জন্য “অদল বদল”, তেমনি কথা শোনবার জন্য “অদল বদল”, তেমনি কথার বাহক এই --- “অদল বদল”।
১। নস্যি দিয়ে বন্ধু পেলাম- বিমল বিশ্বাস।
২। গল্পের রঙ মশাল- বিমল বিশ্বাস।
৩। শিকারের হাতেখড়ি- বিমল বিশ্বাস।
৪। অমরনাথের পথে পথে- প্রদীপজ্যোতি বিশ্বাস।
৫। জীবনকথা- মঞ্জুশ্রী বিশ্বাস।
৬। অন্বেষণ (বাঙ্গালী সমাজের স্বরূপ)- শিপ্রা বিশ্বাস।
৭। অনুসন্ধান- সত্যরঞ্জন তালুকদার।
৮। অরণ্যের অন্ধকারে (উপন্যাস)- সুধীর রঞ্জন হালদার।
৯। আদরী (উপন্যাস)- সুধীর রঞ্জন হালদার।
১০। ভূমিপুত্রেরা শোনো (কাব্যগ্রন্থ)- সুধীর রঞ্জন হালদার।
১১। অদল বদল-এর গল্প- সম্পাদনাঃ সুধীর রঞ্জন হালদার।
১২। আমার ভালবাসার মেয়ে- বিমল বিশ্বাস
১৩। MERIT- The Aryan Bluff- By S.R.Talukder