Contact Facebook LinkedIn YouTube Google Scholar RG SSRN ORCiD
Hi There!
Welcome to my page. This is Md Tarikul Islam from Bangladesh, a very beautiful and naturally decorated country in South Asia.
I am an accounting & finance academic, involved with teaching and research for more than a decade at the tertiary level. So far, I have worked full-time for the University of Greenwich (UK), De Montfort University (UK), the University of Essex (UK), Sohar University (Oman), Jahangirnagar University (Bangladesh), and Khulna University (Bangladesh).
Jahangirnagar University is my home university in Bangladesh. I have completed my BBA and MBA programs from this university. Then I went to Europe and studied two master's programs at KTH - Royal Institute of Technology (Sweden), Universidad Pontificia Comillas de Madrid (Spain), Delft University of Technology (Holland), and Universite Paris-Sud 11 (France). Finally, I studied PhD in Accountancy at the Queensland University of Technology, Australia.
My journey in academia started from Khulna University where I joined in September 2008 as a Lecturer in Business Administration. In November 2009, I moved to Jahangirnagar University to join the Department of Finance & Banking as its first ever faculty member.
October 16, 2018
Joined Essex Business School as a faculty member at the University of Essex today. Another new journey!
April 30, 2018
আলহামদুলিল্লাহ
আমাদের সবার মুখে হাসি এনে দিয়ে আমাদের রাজকন্যা তাফিদা ইসলাম লিলিয়ান আজ এসেছে আমাদের ঘর আলো করে। এই দিনটা স্থায়ী ভালোলাগার দিন হয়ে গেল আমাদের জন্য। আল্লাহ তাফিদার সর্বাঙ্গীন মঙ্গল করুন, আমিন।
March 27, 2018
একটা স্মরনীয় সফর শেষ করে এলাম। সৌদি আরব গিয়েছিলাম ২৩ তারিখে; ওমরাহ্ করে এলাম। অন্য ধরনের অনুভূতি। ভাবিনি কোনোদিন এইরকম করে, কিন্তু হলো; আলহামদুলিল্লাহ।
March 7, 2018
৭ মার্চ আমাদের দেশের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা ছোটবেলা থেকেই এই দিনকে স্মরন করি গর্বের সাথে। এই বছর থেকে এই দিনটিতে আমার গর্ব করার মতো আরো কিছু যুক্ত হলো। আলহামদুলিল্লাহ।
February 14, 2018
এতোদিন এই দিনটি ভ্যালেন্টাইন দিবসের জন্য মনে থাকতো। এখন থেকে অন্য কারনের জন্যও মনে থাকবে। ৫ম মাইলস্টোন শেষ করলাম আজ।
A good guide for fasting (Ramadan)
To download, please Click Here
শুভ নববর্ষ ১৪২২ ~ ~
July 10, 2014
PhD in Accountancy
May 14, 2014
Joined as Dean, Faculty of Business Studies, Jahangirnagar University. I know I am quite young for this position, but I feel good when people call me the youngest dean of the nation !!
April 30, 2014
Got promoted to Associate Professor along with ending of the tenure as Syndicate Member of the university. It was a great time of learning and learned a lot.
February 25, 2014
The call for paper for The Jahangirnagar Journal of Finance & Banking, Volume II. Please Click Here
December 22, 2013
First volume of the departmental journal got published in this month
April 13, 2013
Today I have been appointed the Chairman, Department of Finance & Banking for the next three years. Three years back I did join this same department as the first ever faculty of the department. Its an amazing feeling for sure.
September 29, 2012
Its a memorable day for me. Today JU teachers community elected me Syndicate Member for the next two years from the Assistant Professor category. I won the election by 43 votes; highest difference in this election this year. I am so grateful to the JU community. I want to do good for this wonderful community.
13 May 2021
Eid-ul-Fitre 2021
Wish the world to be filled up with joy and happiness!
In the meantime, 2021 came, but did not dare to welcome it! May Allah save us all from the ongoing pandemic, Ameen.
August 11, 2019
EiD Mubarak. Our first Eid ul Adha in the UK
June 04, 2019
Eid Mubarak. Our first Eid ul fitre in the UK
September 5, 2017
গল্প, উপন্যাস, আর ম্যাগাজিনের পোকা ছিলাম ছোটবেলা থেকেই। রোমান্টিক গল্প উপন্যাস গোগ্রাসে গিলতাম। ক্লাস এইট/নাইনে একটা উপন্যাস পড়েছিলাম ‘দুরে কোথাও যাই’। বরিশালের এক অখ্যাত লেখকের অখ্যাত উপন্যাস। তবে আমার কাছে ছোটবেলায় পড়া উপন্যাসের মধ্যে এটা বিখ্যাত হয়ে যায় গ্রামের এক সাধারন মেয়ের সাধারন জীবন সাধারনভাবে বর্ননার কারনে। মেয়েটি (হিন্দু) কলেজে পড়ার জন্য গ্রাম থেকে বরিশাল আসে, অজানা এক গন্তব্যে, অদেখা অচেনা নামে শোনা এলাকার এক বড় ভাইয়ের (মুসলমান) এর ভরসায়। প্রথম বরিশাল দেখার অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে বরিশাল লঞ্চঘাটের এক অসাধারণ চিত্রায়ন করেন উনি - - দুর থেকে দেখতে পেলাম কীর্তনখোলার পাড়ে গোধূলি খেলা করছে। দাগ কেটে গিয়েছিলো মনে। আমিও উনার পথ ধরে গ্রাম থেকে বরিশাল এসেছিলাম কলেজে পড়তে। ঐ আসার সময় এবং এরপরে যতবারই এই লঞ্চঘাটে গিয়েছি, মনের অজান্তেই সেই বর্ননার সাথে মিলিয়ে দেখেছি বরিশাল লঞ্চঘাটকে। বরিশাল ছেড়ে ঢাকা আসার কালে ঢাকার লঞ্চঘাটেও একই চিত্র মনে ভেসেছিলো। লঞ্চঘাটগুলো দেখতে প্রায় একই রকম এবং এদের বর্ননা করা হয়তো খুব কঠিন ও না। তবে ছোটবেলার সেই দাগ কেটে যাওয়া বর্ননাটাই বেঞ্ছমার্ক হয়ে গিয়েছে।
বিদেশযাত্রা শুরু হয়েছিলো সুইডেন থেকে। লঞ্চে আসিনি, লঞ্চঘাটও ছিলোনা। তবে এখানে অন্য এক দৃশ্য নিয়ে কল্পনার জগত মেতে থাকে। সুইডেনের পরে আরও কিছু শহরে গিয়েছি - লন্ডন, প্যারিস, সিডনি, গোল্ড কোস্ট, ব্রিসবেন ইত্যাদি। এই শহরগুলো কোনো না কোনো নদী বা সমুদ্রের তীরে অবস্থিত। অনেক শহরেই হুইল (wheel) আছে, বা আছে নদীর পাড় ধরে হাটার ব্যবস্থা। শহরগুলোর এই সাদৃশ্য আমাকে উপন্যাসের সেই বর্ননার কাছে নিয়ে যায়, আমি মিলিয়ে ফেলি সব শহরকে, গেথে নেই এক সুতোয়, এক হয়ে যায় লঞ্চঘাট আর এইসব বিখ্যাত শহর। ব্রিসবেনেও একটা হুইল আছে। এর পাশ দিয়েই নিয়মিত আসাযাওয়া করতে হয় আমাকে। দেখি সবসময়ই। তবে আজ রাতে হুইলের পাশ দিয়ে আসার সময় হুইলটাকে বেশি ধূসর মনে হয়েছে। আমি ফিরে গিয়েছিলাম ক্লাস এইট/নাইনে, ভাবছিলাম সেই বরিশাল লঞ্চঘাটকে যেখান থেকে শুরু হয়েছিলো আমার গণ্ডির বাইরে পথচলা। এক ধরনের আনন্দবোধ করেছিলাম নিজের রুটে ফিরে যেতে পেরে। কিন্তু বরিশালে অনেক খোজার পড়েও যেমনি করে আমি এই উপন্যাসটি পাইনি, তেমনি করে ছোটবেলাগুলোও মাঝে মাঝে কল্পনায় আসে, বাস্তবে ধরা দেয় না !
August 1, 2017
A day to remember
অনেক দিনই মনে রাখার মতো। বিভিন্ন কারন থাকে বিভিন্ন দিন মনে রাখার জন্য। আজকের দিনটাও মনে থাকবে বোধ করি গবেষনার জন্য। হ্যাপি রিসার্চিং... ... ।
২৫ জুন ২০১৭
শুভ ঈদ; EiD Mubarak; ঈদ মোবারক
ঈদগুলো আর আগের মতো হয়ে উঠে না। বিদেশে তো হয়ই না। তবে বিদেশে অনেক কম পাওয়া ও মাঝে মাঝে অনেক বড় আনন্দের কারণ হয়ে উঠে। সবার জন্য ঈদের শুভকামনা।
শুভ কোরবানি ঈদ ২০১৬
ব্রিসবেন
আরো একবার ঈদ করলাম ব্রিসবেনে। বেশ কিছু বাংলাদেশী থাকায় ভালোই যায় ঈদের দিনগুলো। অনেক সময় টেরই পাইনা যে বিদেশে আছি !
শুভ নববর্ষ ১৪২৩/ Happy Bengali New Year 1423 [From Dhaka]
বের হয়েছিলাম শহরে পহেলা বৈশাখ দেখতে। হেঁটেও সামনে যেতে পারলাম না, গাড়ি রিকসার তো কথাই নাই। সবাই উৎসবে বেরিয়ে পরেছেন এবং পুরো ঢাকা মনে হয় থেমে আছে। তবে ভালো লাগছে যে মানুষ আনন্দ তুলে নিতে বাইরে যায় এখনো।
February 2016
In Bangladesh
Visiting Bangladesh for data collection and having some quality time with the next generation of ours. With son of brother and daughter of sister in this picture
Happy New Year 2016 from Dhaka
September 24, 2015
Eid-ul-Adha Mubarak
July 18, 2015
Eid ul Fitre
Happy New Year 2015
October 05, 2014
Second EiD in AustraliaArrived at Brisbane on July 09, 2014 to study at Queensland University of Technology as a student. Missing everything I just left behind.
December 31, 2013
October 13, 2013
August 07, 2013
31 December 2012
Happy New Year 2013 !
May 16, 2010
Two of my meritorious but poor students have been confirmed EXIM Bank scholarship today. Its a nice news for me coz i was involved in selecting these students to forward. While lots of people just select students based on their own judgment and opinions, i interviewed students twice, checked their profile and finally could select the two most deserving folks.
I sometimes wonder why people behave whimsically when they are given a duty where they must be impartial, because it is all about someone's fate. Almighty gave no one of us right to play with the fate of others!
May 15, 2010
Weekend is over. just one as week end is really rude to the teachers in this university. in one day its very difficult to prepare for the next day lecturer after doing the minimum social interactions. i don't know when the university authority will feel this!!
May 13, 2010
Just finished the semester end viva voce and with this first semester, first year, first batch, Department of Finance & Banking comes to the end. it was a horrible day and since morning i have been working. hope the second semester would be relaxing for me. lots of works i did in this semester.