Post date: Sep 30, 2017 12:54:00 PM
নদীয়া যোগ ব্যায়াম শিক্ষা কেন্দ্রের ফুলিয়া যুব গোষ্ঠি ক্লাবের সদস্যা শ্রীমতি স্বপ্না বাগদত্তের নেতৃত্বে ফুলিয়া বালিকা বিদ্যালয়ে ২ ঘন্টার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪ থেকে ১৫ বছরের ছাত্র-ছাত্রীরা ভীষন দক্ষতার সাথে বিভিন্ন যোগাসন প্রদর্শন করে। বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও ছাত্রীদের করতালিতে ভূয়সী প্রশংসা লাভ করে এই কর্মশালা।