Post date: Oct 1, 2017 1:04:07 PM
শান্তিপুর রাগিনী ও শান্তিপুর মরমির যৌথ উদ্যোগে ১০ই জানুয়ারী ২০১৭ তারিখে Cardio Pulmonary Resuscitation Begins at home নামক একটি স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত হল শান্তিপুর গীতা প্যালেসে। উপস্থিত ছিলেন বর্তমান কানাডার অধিবাসী ডাঃ তাপস মন্ডল ও সহযোগী ডাক্তারবৃন্দ। প্রশিক্ষিত করা হয় ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ২১ জন NSS স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংস্থা সহ মরমি ও রাগিনীর সদস্যবৃন্দদের।