Post date: Oct 1, 2017 6:15:37 PM
১৯৭৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ ছিল ২০০০ সালের মধ্যে 'সকলের জন্য স্বাস্থ্য' চালু করতে হবে। ভারতবর্ষে এই ব্যবস্থা শুরু করার উদ্দেশ্যে শ্রমজীবি স্বাস্থ্য উদ্যোগ অগ্রনী ভূমিকা নিয়েছে। শান্তিপুর মরমি বারাসাতের সিটিজেন ফোরামের অফিসে আহুত জোনাল মিটিং-এ অংশগ্রহন করে। ডাঃ শ্রীনাথ রেড্ডি কমিশনের সুপারিশকে দ্রুত কার্যকর করার লক্ষ্যে আলোচনা হয়।