Post date: Oct 1, 2017 12:21:54 PM
শান্তিপুর সায়েন্স ক্লাবের উদ্যোগে ৩ দিন ব্যাপী বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। সেখানে শান্তিপুর মরমির মাধ্যমে বিনামূল্যে ৭৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া স্টলের মাধ্যমে 'শান্তিপুর পরিচয়', 'মরমি ধূপ' ও বাড়িতে তৈরি মাসরুম প্রদর্শন করা হয়।