Post date: Oct 7, 2017 8:46:43 AM
আজ শান্তিপুর মরমির উদ্যোগে ডঃ পূর্ণেন্দুনাথ নাথের স্মরন সভা অনুষ্ঠিত হল শান্তিপুরের কলাতীর্থে। সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই ডঃ নাথের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ প্রদান করেন। সভায় ডঃ নাথের স্মৃতিচারন করেন –অজয় দে, দুর্গাচরন মুখপাধ্যায়, ইন্দুজ্যোতি কুন্ডু, অশোক দত্ত, অশোক সিনহা, স্বপন রায়, সত্যনারায়ন গোস্বামী, সুব্রত বিশ্বাস, রজত প্রামানিক প্রমুখ ব্যক্তিগন।
আলোচনার মাধ্যমে উঠে আসে, ডঃ নাথ ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে ছিলেন গবেষক, আইনজ্ঞ, ভাষাবিদ। তিনি কর্ম জীবনে বহু সরকারী দপ্তর সামলিয়েছেন এবং অবসর সময় তিনি বিভিন্ন লেখা নিয়ে ব্যস্ত থাকতেন। তাঁর বাংলা ভষার পাশাপাশি ইংরাজী ভাষাতেও অগাধ পাণ্ডিত্ত্ব ছিল। তিনি শান্তিপু্রের পূরান পরিষদ, শান্তিপুর মিউনিসপ্যাল উচ্চ বিদ্যালয়, সমাজের প্রতিচ্ছবি প্রভৃতি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আমরা শান্তিপুর বাসীর পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।