৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবিস উৎযাপন হল শান্তিপুর পাবলিক লাইব্রেরীর নির্মলেন্দু লাহিড়ী মঞ্চে সম্পাদক শ্রী জীবনকৃষ্ণ ভট্টাচার্যের নেতৃত্বে। অনুষ্ঠানে স্মরণিকা 'উন্মেষ'-এর আনুষ্ঠানিক প্রকাশ, ৭ জন মহাত্মা চক্ষুদাতা পরিবারকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর পর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারহে প্রতিষ্ঠা দিবিস পালন করা হয়।