Post date: Sep 30, 2017 6:14:30 PM
মামাভাগ্নে বিল্ডার্স, ডাবরেপাড়া (চৌমাথা) এবং শান্তিপুর মরমি এর যৌথ উদ্যোগে মহাসপ্তমির দিনে শান্তিপুর হাসপাতালে রোগীদের ফল প্রদান কর্মসূচী পালন করা হয়। এই মহতি কর্মসূচীর মাধ্যমে রোগীদের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং সকলকে সুস্থ থাকার সামাজিক বার্তা প্রদান করা হয়।