Post date: Oct 9, 2017 10:17:41 AM
শান্তিপুর কলেজের NSS ও শান্তিপুর মরমির পক্ষ থেকে একটি এক দিনের স্বাস্থ্য আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে শান্তিপুর কলেজের মধ্যে সংস্কৃত অনার্সের ছাত্র-ছাত্রীদের মধ্যে সংস্কৃত বষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী শ্রীমতি মৌসুমি দাসকে এই বছর থেকে শুরু হওয়া শ্যাম সুন্দর গোস্বামী স্মৃতি পদক প্রদান করা হয়। এর পর দাত্রীর প্রতিনিধি শ্রীমতী অনন্যা ঘোষ স্টেম কোষ সংরক্ষনের বিষয়ে আলোচনা করেন এবং ৩৫ জনের নাম নথিভূক্ত করেন। চোখের যত্ন ও চক্ষুদান বিষয়ে আলোচনা করেন ডাঃ পি কে দাস। থ্যালাসেমিয়া বিষয়ক আলোচনা ও নির্ণয় করেন কৃষ্ণনগর সদর থ্যালাসেমিয়া কন্ট্রোল শাখার সদস্যগন।