Post date: Oct 7, 2017 7:13:17 PM
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও শান্তিপুর মরমির যৌথ ব্যবস্থাপনায় শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হল ডক্টরস ডে। অনুষ্ঠানে প্রথমে বিভিন্ন ডাক্তারবাবুদের তৎসহ ডাক্তারী পাঠরতদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর মরণোত্তর দেহদান বষয়ে আলোচনা হয়। প্রভা আই ব্যাঙ্কের কর্ণিয়া সার্জেন্ট কর্ণিয়া প্রতিস্থাপন ও চক্ষু দান বিষয়ে আলোচনা করেন। শান্তিপুরে একটি নতুন Eye Donation Centre তৈরি করার ব্যাপারে সম্মতি প্রদান করেন।