Post date: Sep 30, 2017 1:30:33 PM
ডক্টরস ডে পালনের উদ্দেশ্যে শান্তিপুর মরমির সদস্যগন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে উপস্থিত থেকে মনোজ্ঞ এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সমস্ত চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মীদের শ্রদ্ধা জানান। কৃতজ্ঞতা স্বরূপ একটি সাইকেল , ফুল ও ক্যান্ডি তুলে দেওয়া হয় সুপার ডাঃ জয়ন্ত বিশ্বাসের হাতে।