Post date: Oct 7, 2017 8:53:24 AM
শান্তিপুর মরমি'র বার্ষিক সাধারন সভা শুরুর আগে শান্তিপুর মরমি'র সহায়তায় সুফিয়া বিবি কারিকরক একটি Van Rickshaw দেওয়া হয় । উনি ভোর 3টায় উঠে রোজ গুপ্তি পাড়া থেকে সব্জি / আনাজ এনে পড়ায় পড়ায় পায়ে হেঁটে সব্জি বিক্রি করে কোনোমতে সংসার চালান। ওঁর স্বামী ভীষণ অসুস্থ ও একটি নাবালক ছেলে আছে। এর পর বঙ্গীয় পূরান পরিষদে শান্তিপুর মরমি'র বার্ষিক সাধারন সভার কাজ শুরু হয়।