Post date: Oct 6, 2017 2:16:30 PM
শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে ৭ম প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠান শুরু করেন মাননীয় পৌরপতি শ্রী অজয় দে প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে। তিনি ১১২ পৃষ্ঠার স্মরণিকা 'শ্রদ্ধাঞ্জলী'-এর প্রকাশও করেন। এর পর 'বিজয়নাথ দত্ত ও আশালতা দত্ত স্মৃতি পাঠাগার'-এর আনুষ্ঠানিক শুভ শুচনা করেন স্বামী লোকেশানন্দ মহারাজ ও স্বামী নিত্যানন্দ মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী শান্তিময় দত্ত, শ্রী সত্যনারায়ন গোস্বামী, শ্রীমতী রাত্রি চ্যাটার্জী এবং শ্রীমতী নীলিমা বিশ্বাস মহদয়-মহদয়া। শতাধিক মানুষের উপস্থিতিতে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপন হয় সপ্তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।