COVID-19 কে প্রতিহত করার জন্য সারা দেশ জুড়ে যে লক ডাউন চলছে তার প্রভাব থেকে আমাদের প্রিয় ছাত্ররাও মুক্ত নয়। এই অবস্থায় তারা যেন ঘরে বসে গঠনমূলক কিছু করে তার জন্য তাদের কিছু Activity Task দেওয়া হল। নীচে দেওয়া Link-এ গিয়ে এই Activity Task গুলি তারা download করতে পারবে।
ছাত্রদের বিশেষ করে বলা হচ্ছে তারা যেন লক ডাউন চলাকালীন সময়ে কোন অবস্থাতেই বাড়ির বাইরে না যায়। Activity Task গুলি তারা বাড়িতে থেকে করবে এবং লক ডাউনের পরে বিদ্যালয় খুলে গেলে কাজগুলি তারা বিষয় শিক্ষক-শিক্ষিকার কাছে জমা করবে।
ছাত্রদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার জন্য আমরা অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ক্লাস-ভিত্তিক WhatsApp Group তৈরি করেছি। যদি এখনও কোন অভিভাবক WhatsApp Group-এ যুক্ত না হয়ে থাকেন তবে ছাত্রের নাম, শ্রেণী, অভভাবকের নাম ও WhatsApp Number 9434140108 বা 7001964880 নম্বরে সত্ত্বর প্রেরণ করুন।