বিশেষ কয়েকটি ক্ষেত্রে আমার মনে হয়েছে যে, ছবি গুলোকে কালার ছবি হিসাবে না রেখেও সাদা কালো ছবির মাধ্যমে আরো বেশি প্রাণবন্ত করে তোলা যায়। কিছু ছবিতে সাদা বেশি আবার কোনো ছবিতে বেশি কালো। আর এই সাদা কালো কমবেশি থাকার ফলে ছবিতে যে উজ্জ্বলতা তৈরী হয় সেটাই হলো ছবির ভ্যালু। ছবি গুলির ভ্যালুই ছবির প্রধান বিষয় গুলোকে দর্শকের চোখের সামনে তুলে ধরতে সাহায্য করবে । তাই আমি এটা আশা করি যে,এই ছবি গুলোর কালার রূপের থেকেও সাদা কালো রূপটিই দর্শকের মনের গভীরে পৌঁছানো, আরো ভালো ভাবে সম্ভব হবে।