সাদা কালো ছবি বাদে অন্যান্য ছবি গুলোকেই আমরা রঙিন ছবি বলে ধরি। আমার তোলা ছবি গুলোতে মুখ্য বিষয়টাকে রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কোনো ছবিতে অল্প রঙ আবার কোনো কোনো ছবিতে বিভিন্ন রঙের বৈচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। রঙের ব্যবহারের মাধ্যমে ছবির গুরুত্ব দর্শকের চোখে ধরা পড়বে বলে আমার আশা।