ভ্যালু: ভ্যালু বা উজ্জ্বলতা ফোটোগ্রাফি চর্চার অন্য আরেকটি বিশেষ রূপ। ছবিতে কম আলো আর বেশি আলোর যে সুন্দর মেল বন্ধন তার বাহ্যিক প্রকাশ হলো ভ্যালু।ভ্যালু ছবিকে অন্য মাত্রা দিতে পারে।