লাইন: ফোটোগ্রাফি চর্চার অন্যতম গুরত্বপূর্ন অঙ্গ হলো লাইন বা রেখা। চতুর্দিকে লাইনের ছড়াছড়ি। কিন্তু ফোটোগ্রাফিতে লাইনের ব্যবহার খুব ইন্টারেস্টিং। ফোটোগ্রাফি চর্চার শুরুতেই লাইন দেখা অভ্যাস করি। এখন লাইন খুব সহজেই ধরা দেয় চোখে। অনুভূমিক রেখা উল্লম্ব রেখা সোজা রেখা বক্র রেখার পাশাপাশি কৌনিক রেখা ছবির মাত্রা অন্য রূপে নিয়ে যেতে সক্ষম ।
আলো আঁধারি
কৌনিক রেখা ছবির মাত্রা অন্য রূপে নিয়ে যেতে সক্ষম । তবে কৌনিক রেখা ছবিতে ধরা খুব শক্ত । চেষ্টা করি কৌনিক রেখা কে সাথে নিয়ে ছবিকে প্রকাশ করা। নিচে লাইন নিয়ে কিছু ছবি রইল।