Go to Home
অভিজ্ঞতা শেয়ার করি .নিজেকে দক্ষ গড়ি শ্লোগানে
Initiatives For Online Training
Initiatives For Online Training এর আয়োজনে অভিজ্ঞতা শেয়ার করি,নিজেকে দক্ষ গড়ি শ্লোগানে ব্যাসিক কম্পিউটার কোর্স শুরু করতে যাচ্ছে। আগ্রহীগণ নিচের লিংকে রেজিস্ট্রেশন করুন
https://forms.gle/4wxosJJ7nGrmHScc7
প্রশিক্ষণের উদ্দেশ্য :
নিজ নিজ বিদ্যালয়ের প্রয়োজনীয় সাধারণ কাজ গুলো ( তথ্য আদান প্রদান,অনলাইন পাঠদান করার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি ইত্যাদি) শিক্ষকগণ নিজেই করতে পারবেন এই উদ্দেশ্য কে সামনে নিয়ে এই আয়োজনটি করা হচ্ছে।
প্রশিক্ষণার্থী :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক পিটিআই থেকে বার দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিন্তু চর্চার অভাবে ভুলে গেছেন তাদের জন্য এবং যারা সামান্য কম্পিউটার জানেন কিন্তু আরো জানতে চান তাদের জন্য এই আয়োজন। উল্লেখ্য এই প্রশিক্ষণ পিটিআইয়ের প্রশিক্ষণের সমমানের নয়। এটা শুধুমাত্র একজন দক্ষ শিক্ষক থেকে কম দক্ষ শিক্ষকের শিখে নেয়া মাত্র। এই বিষয়টি অনুধাবন করে রেজিষ্ট্রেশন করবেন।
সময় : প্রতি সপ্তাহে শনি ও সোমবার দুটি সেশন হতে পারে। সম্ভাব্য সময় ০৭:০০ - ০৯:০০ ।
শিক্ষার্থী মুল্যায়নের জন্য গুগল ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই
URC's Initiatives for online Training গুগল ফর্ম নিয়ে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে । আগ্রহী শিক্ষকদেরকে নিচের লিংক এ নিবন্ধন করতে অনুরোধ করা হলো।
https://forms.gle/VNsqbk9jX3etLwGaA
গ্রুপের সদস্যদেরকে বিষয়টি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করতে অনুরোধ করা হলো।
URC's Initiatives for Online Primary Training পেইজের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ও কর্ম ভিত্তিক এক অনলাইন কুইজ প্রতিযোগিতা তুমি ”স্বাধীনতা তুমিই বাংলাদেশ “ আয়োজন করতে যাচ্ছে।আগ্রহী সকল সরকারী প্রাথমিক বিদ্যালযের শিক্ষকগণ নিচের লিংকে রেজিষ্ট্রেশন করুন।
https://forms.gle/ZCX9PihkZQudjx6n9
নিয়মাবলীি ভালোভাবে পড়ে নিবেন।
Up Coming Event
অভিজ্ঞতা শেয়ার করি,
নিজেকে দক্ষ গড়ি Lets Share The Experience - 18 .Date :04/08/2021
আজকের বিষয় : Google Form & new ICT ambassador reception
আপনার অভিজ্ঞতা আমাদেরকে আরো দক্ষ করে তুলতে পারে,।অভিজ্ঞতা শেয়ার করে অন্যকে দক্ষতা অর্জনের সুযোগ দিন।