✅ ১. মেডিকেল ভিসা – প্রশ্ন ও ডকুমেন্ট যাচাই তালিকা
প্রশ্ন:
1. সর্বশেষ কবে ভারত গিয়েছেন? ছবিসহ কপি আছে?
2. পূর্বে কেন গিয়েছিলেন – ডাক্তার দেখাতে না ঘুরতে?
3. যদি ডাক্তার দেখাতে গিয়ে থাকেন, তাহলে সেই ডাক্তার দেখেছেন কি না?
4. বর্তমানে কোন রোগে ভুগছেন?
5. কোনো নির্দিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে?
6. অ্যাপয়েন্টমেন্ট পেপার ও প্রেসক্রিপশন আছে কি?
7. পরীক্ষার রিপোর্ট সঙ্গে এনেছেন কি?
8. প্রেসক্রিপশনে বিদেশে চিকিৎসার সুপারিশ লেখা আছে কি?
9. চিকিৎসা কতদিন চলবে অনুমানিকভাবে?
10. রোগীর সাথে কারা যাবেন? (সর্বোচ্চ ২ জন)
11. তারা একই পরিবারের সদস্য কি?
12. ব্যাংক স্টেটমেন্টে কত টাকা আছে? (কমপক্ষে ১ লাখ)
13. বিদ্যুৎ বিলের মূল কপি আছে কি?
14. পাসপোর্টের ঠিকানা ও NID মিলেছে কি? (ঠিকানা ও NID নম্বর)
15. একই নামে একাধিক পাসপোর্ট আছে কি? সেগুলোর ঠিকানা কি একই?
16. আগের পাসপোর্ট হারিয়েছেন কি?
17. পাসপোর্টে কোনো ভিসা রিজেকশন ছিল কি?
18. জন্মনিবন্ধন দিয়ে করা পাসপোর্ট কি?
19. ২ বাই ২ সাইজের ছবি আছে কি? (দুই কান দেখা যায় এমন, বোরখা ছাড়া)
প্রয়োজনীয় ডকুমেন্টস:
পাসপোর্ট (বর্তমান ও আগের, যদি থাকে)
প্রেসক্রিপশন (বিদেশে চিকিৎসার সুপারিশসহ)
টেস্ট রিপোর্ট/মেডিকেল রিপোর্ট
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার
ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ১ লাখ)
বিদ্যুৎ বিলের মূল কপি
NID কার্ড
লস্ট পাসপোর্ট সার্টিফিকেট (যদি হারায়)
অনলাইন খাজনা কাগজ (ঢাকার বাইরে হলে)
২ বাই ২ সাইজ ছবি (নিয়ম অনুযায়ী)
---
✅ ২. বিজনেস মাল্টিপল ৫ ইয়ার ভিসা – প্রশ্ন ও ডকুমেন্ট যাচাই তালিকা
প্রশ্ন:
1. আপনার ব্যবসার ধরন কী?
2. ব্যবসার বয়স কত?
3. ট্রেড লাইসেন্সের কপি আছে কি?
4. ব্যবসার ঠিকানা NID-এর সাথে মিলেছে কি?
5. অফিসের নাম ও ঠিকানা কী?
6. অফিসের পক্ষ থেকে NOC দিতে পারবে কি?
7. অফিসের ভিজিটিং কার্ড আছে কি?
8. কেন ৫ বছরের মাল্টিপল ভিসা দরকার?
9. পূর্বে ব্যবসায়িক ভিসা নিয়েছেন কি?
10. ব্যাংক স্টেটমেন্টে কত টাকা আছে?
11. বিদ্যুৎ বিলের মূল কপি আছে কি?
12. পাসপোর্ট ও NID-এর ঠিকানা ও নম্বর মিলেছে কি?
13. একই নামে একাধিক পাসপোর্ট থাকলে ঠিকানা মিলেছে কি?
14. পাসপোর্টে কোনো ভিসা রিজেকশন ছিল কি?
15. পাসপোর্ট হারিয়েছেন কি?
16. জন্মনিবন্ধন দিয়ে করা পাসপোর্ট কি?
17. ২ বাই ২ সাইজ ছবি আছে কি? (দুই কান দেখা যায় এমন, বোরখা ছাড়া)
প্রয়োজনীয় ডকুমেন্টস:
ট্রেড লাইসেন্স
অফিসের NOC
ভিজিটিং কার্ড
ব্যাংক স্টেটমেন্ট
বিদ্যুৎ বিল (মূল কপি)
পাসপোর্ট ও NID
লস্ট পাসপোর্ট সার্টিফিকেট (যদি হারায়)
অনলাইন খাজনা (ঢাকার বাইরে)
২ বাই ২ সাইজ ছবি
---
✅ ৩. ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা – প্রশ্ন ও ডকুমেন্ট যাচাই তালিকা
প্রশ্ন:
1. ভ্রমণের উদ্দেশ্য কী?
4. চাকরি করেন নাকি ব্যবসা?
5. চাকরিজীবী হলে অফিস থেকে NOC পাবেন কি?
6. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ও ভিজিটিং কার্ড আছে কি?
7. আগের ভারত ভ্রমণের অভিজ্ঞতা কী?
8. ব্যাংক স্টেটমেন্টে কত টাকা আছে?
9. বিদ্যুৎ বিলের মূল কপি আছে কি?
10. পাসপোর্ট ও NID-এর ঠিকানা ও নম্বর মিলেছে কি?
11. আগের কোনো পাসপোর্ট হারিয়েছে কি?
12. পাসপোর্টে কোনো ভিসা রিজেকশন ছিল কি?
13. একই নামে একাধিক পাসপোর্ট আছে কি? ঠিকানা মিলেছে কি?
14. জন্মনিবন্ধনের পাসপোর্ট কি?
15. ২ বাই ২ সাইজ ছবি আছে কি?
প্রয়োজনীয় ডকুমেন্টস:
পাসপোর্ট (বর্তমান ও পূর্বের)
NOC (চাকরি হলে)
ট্রেড লাইসেন্স ও ভিজিটিং কার্ড (ব্যবসায়ী হলে)
ব্যাংক স্টেটমেন্ট
বিদ্যুৎ বিল
লস্ট পাসপোর্ট সার্টিফিকেট (যদি হারায়)
অনলাইন খাজনা কাগজ (ঢাকার বাইরে)
২ বাই ২ সাইজ ছবি (নিয়ম অনুযায়ী)
---
✳ নোট ও খরচ নির্দেশনা:
যে ডকুমেন্ট না থাকবে, সেগুলো ক্লায়েন্টের হয়ে বানিয়ে দেওয়া হলে আলাদা খরচ প্রযোজ্য।
জন্মনিবন্ধন দিয়ে করা পাসপোর্ট হলে খরচ বেশি হতে পারে।
লস্ট পাসপোর্ট সার্টিফিকেট, NOC, খাজনা কাগজ, প্রেসক্রিপশন সহায়তা – এসব ক্ষেত্রেও সার্ভিস চার্জ আলাদা হতে পারে।
ছবি নিয়ম না মানলে আবেদন রিজেক্ট হতে পারে — ছবি তোলা নির্দিষ্টভাবে করতে হবে।