ইবনে খুঞ্জুর এর (একটি জ্বীন) বর্ণনায় জ্বীন জাতির চেহারা: তাদের মাথা তুলনামূলকভাবে বড়, চোখ দীর্ঘায়িত ও হরিণের মতো বড় এবং চওড়া—কখনো উপরের দিকে নির্দেশ করা বা চিনা-জাপানি আকৃতির। চোখ সবসময় লাল নয়, বিভিন্ন রঙের হতে পারে (কালো, বাদামী, হলুদ), এবং চোখের চারপাশে সাদা আবরণ থাকায় ভীতিকর মনে হতে পারে।