NU FAQ

FOR NU STUDENTS ONLY



Q WHAT WILL YOU DO IF YOU DO NOT GET EXPECTED RESULT?


-অনেকেই বলছেন, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ফলাফল ভালো হয়নাই,,,,,,

-আপনি যেরকম ফলাফল আশা করেন, সেরকম ফলাফল হয় নাই,,,,,।

-যাদের মনে এই ধরনের চিন্তাধারা ঘুরপাক খাচ্ছে যে আমার খাতা টা আরেকবার দেখা হলে আমার ফলাফল টা ভালো হতো। তারা চাইলে #বোর্ড_চ্যালেঞ্জ করতে পারেন....

.এছাড়াও কালকে থেকে গ্রুপে অনেকেই জানতে চেয়েছেন বোর্ড চ্যালেঞ্জ কি ? এবং এটি কিভাবে করে...??


এবার আসুন জেনে নেই কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন..... ??

প্রথমেই আসি বোর্ড চ্যালেঞ্জ কি বা খাতা পুনঃনিরীক্ষণ কি?

বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়???

#উত্তর : ধরুন আপনি কোনো একটি বিষয়ে পরীক্ষা খুব ভালো দিয়েছেন। আপনার বিশ্বাস আপনি ৮০+ নম্বর বা A+ পাবেন। কিন্তু দেখা গেলো আপনি কাংখিত নম্বর পাননি। অথবা ফেল করেছেন।

স্বভাবতই আপনার মনে রাগ ক্ষোভ জমা হবে। মনে মনে খাতা মূল্যায়নকারীদের গালিগালাজও করতে পারেন (যদিও সবাই করেনা)। হয়তো ভাবছেন তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফেল দিয়েছে।

কিন্তু না। উত্তরপত্র মূল্যায়নকারীরা কখনোই এমনটি করেন না। হ্যাঁ, তাদের মূল্যায়নে ত্রুটি থাকতে পারে। কারণ, মানুষ মাত্রই ভূল। সবারই অনিচ্ছাকৃত ভূল থাকতে পারে।

এতবড় পাবলিক পরীক্ষা যেখানে লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখানে তো টুকিটাকি ভুল থাকতেই পারে। কিন্তু আপনি যে বঞ্চিত হলেন? তার কি হবে?

এর জন্য শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দর একটি পদ্ধতি চালু করেছে। একে বলে....বোর্ড_চ্যালেঞ্জ_বা_খাতা_পুনঃনিরীক্ষণ।

অর্থাৎ আপনি আপনার খাতা দেখতে পারবেন না ঠিকই কিন্তু আপনার খাতাটি বিজ্ঞ নীরিক্ষণকারী দ্বারা পুনরায় নিরীক্ষণ করার আবেদন করতে পারবেন। একটি কথা খেয়াল রাখবেন, এটি পুনঃনিরীক্ষণ কিন্তু পুনঃমূল্যায়ন নয়।

এর মানে হচ্ছে, আপনার খাতার প্রত্যেকটি প্রশ্নে ঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা? বা নম্বরের হিসাব অর্থাৎ যোগ করা ঠিক আছে কিনা। এগুলা দেখা হবে। কিন্তু খাতাটি পুনরায় কাটা হবেনা।

তাদের কোনো ভুল থাকলে ফলাফল সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হয়।

প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কি পুনরায় কাটা হয়...??

উত্তরঃ না, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় কাটা হয়না। শুধুমাত্র নম্বরের হিসাব ও সকল প্রশ্নে ঠিকভাবে নম্বর প্রদান করা হয়েছে কিনা সেটা দেখা হয়।


আবেদনের নিয়ম / পদ্ধতিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংকের শাখায় পরবর্তী কার্যদিবসে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।।।।

( অথবা নিকটস্থ যে কোন অলনাইন কাজ করে এমন দোকানে গিয়ে বললেও তারা করে দিবে))

.

HOW TO MAKE PAYMENT ?

বাংলাদেশ থেকে পেমেন্ট পদ্ধতি

কোর্স ফি পেমেন্ট করে তার একটি স্ক্রিনশর্ট নিন এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনার নাম, ছবি, college name বিকাশের স্ক্রিনশর্ট টি সহ পোষ্ট করুন ।

  • বিকাশ পার্সনাল : 01955375501

  • নগদ পার্সনাল : 01854550184

  • রকেট পার্সনাল :01854550184-4

  • .

FOR BANK TRANSFER PLS INBOX : OR CALL TO 01854550184 INTERNATIONAL PAYMENT : PERFECT MONEY , PAYEE, PIONEER,e-Wallet

বি:দ্র: এই নাম্বারগুলো ছাড়া অন্য কোন নাম্বারে পেমেন্ট করলে গ্রহণযোগ্য হবে না । নাম্বারগুলো ১০০% সঠিক । তাই টাকা পাঠানোর আগে ফোন করতে হবে না ।

.

ইন্ডিয়া থেকে পেমেন্ট পদ্ধতি

CALL WHATS UP : +8801955375501

OR inBOX : CLICK HERE

.

OTHER COUNTRY WILL FOLLOW SPECIFIC PAYMENT INSTRUCTIONS


FOR INTERNATIONAL STUDETNS PLS FOLLOW INTERNATIONAL RULES

INTERNATIONAL PAYMENT :

PERFECT MONEY , PAYEE, PIONEER, e-Wallet