দারুল উলুম ওয়াকফ দেওবন্দের ফতোয়াঃ
প্রশ্নঃ
আলমি শূরার সাথে থাকব নাকি নিজামুদ্দিনের সাথে থাকব?? আমি ভুল দলে থাকতে চাই না, তবে আমি জানি না, কে সঠিক বা ভুল, আমার নিজেকে কোথায় রাখা উচিত? (মূল প্রশ্ন)
উত্তরঃ
“আল্লাহর তরফ থেকে নির্দেশনা পাওয়ার জন্য ইস্তেখারা হল একটি সাহায্যকারী উপায়। তাই উত্তম হল, ইস্তেখারার নিয়তে দুই রাকাত নামাজ পড়া তারপর ইস্তেখারার দুয়া পড়া যেটা নামাজের সকল বইয়ে পাওয়া যায়। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাবেন”।
আর আল্লাহই ভাল জানেন
দারুল ইফতা
দারুল উলূম ওয়াকফ দেওবন্দ
এখানে লক্ষণীয় বিষয় হল, বাংলাদেশের আলমি শূরার অনুসারীদের যদি এই প্রশ্ন করা হয়, তাঁরা এক বাক্যে ফতোয়া দিয়ে দিবে যে, নিজামুদ্দিনের অনুসারীগণ গুমরাহ, মুরতাদ ইত্যাদি (নাউজুবিল্লাহ)। অথচ, ওয়াকফ দেওবন্দ নিজামুদ্দিনের অনুসারীদের বাতিল বলে নাই। এতেই প্রমানিত হয় যে, আলমি শূরার অনুসারীগন ওয়াকফ দেওবন্দকে মানে না বরং তাঁরা ওয়াকফ দেওবন্দবিরোধী। তাই ওয়াকফ দেওবন্দবিরোধী যারা ফতোয়া দেয়, তাদের পরিত্যাগ করা উচিত।