২০১৭ এর জানুয়ারী। অনেকটা শখের বশেই রেডিও চালু করা। তবে চালু করার পর দেখা দিল সমস্যা।
সমস্যাটি হলো, রেডিওতে আসলে কী বাজানো হবে। সেসময় আমাদের মনে হলো, উত্তরের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে ভাওয়াইয়া গান। কিন্তু ভাওয়াইয়া গানকে বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে দেয়ার তেমন কোন উদ্যোগ নেই।
আমাদের মনে হলো, উত্তরবঙ্গ বেতারের মাধ্যমে আমরা ভাওয়াইয়া গানকে বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে দিতে পারি, একে জনপ্রিয় করে তুলতে পারি।
এমন ভাবনা থেকেই শুরু হলো উত্তরবঙ্গ বেতারের যাত্রা।
প্রথমদিকে শুধুমাত্র আমরা ভাওয়াইয়া গানই বাজানো হতো। তবে পরবর্তীতে শ্রোতাদের অনুরোধে ও সংগীতে বৈচিত্র আনতে আমরা লোকগানসহ অন্য ধারার গানগুলো সংযুক্ত করি।
তবে গান নিবার্চনে আমরা ভাওয়াইয়া ও লোকগানকে প্রাধান্য দিয়ে থাকি। এর পাশাপাশি অন্য যে গানগুলো সম্প্রচারিত হয়, সেগুলোতে অবশ্যই শ্রোতাদের পছন্দের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
আর একটা বিষয়, গানের সাউন্ড কোয়ালিটির ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি। আমরা মনে করি, গানে কথা, সুর, সংগীতের পাশাপাশি সাউন্ড একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা প্রতিটি গানের সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করে তা প্রচার করি।
আমরা যেহেতু বিভিন্ন উৎস থেকে গান সংগ্রহ করি, তাই কিছু গানে সাউন্ড কোয়ালিটি খুবই নিম্ন মানের হয়ে থাকে। তবে আমাদের টিম সে গানটিকে যতটুকু সম্ভব শ্রুতিগ্রাহ্য করে তুলেন।
ভাওয়াইয়া গান সম্প্রচারের সময় বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন করা হবে। এবিষয়ে প্রয়োজনীয় প্রচারণা যথাসময়ে চালানো হবে।