আসসালামুআলাইকুম
প্রিয় ফরিদপুরবাসী,
এই প্রথম ফরিদপুর শহরে তিনটি গ্রুপ এক সাথে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য একটি প্রকল্প হতে নিয়েছে-
একটিভ পজিটিভ জনগণ আমাদের ভালোবাসার প্রিয় ফরিদপুর শহরে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে, ভেসে যাচ্ছে হাজারো মানুষের ঘরবাড়ি। কেউ আশ্রয় নিচ্ছে রাস্তার ধারে কেউবা নিজের ঘরেই অবস্থান করছে। এতদিন লড়তে হয়েছে করোনার সাথে এখন আবার বন্যা, আল্লাহ মাফ করুন আমাদের। এসময়ে শুকনো খাবার দিয়ে পাশে থাকতে চাচ্ছি আমরা সকলে মিলে পরিচিত - অপরিচিত সকল সার্মথ্যবানদের প্রতি আহব্বান জানাচ্ছি,বানভাসী এই মানুষগুলোর পাশে এসে দাড়ানোর সকলের সহযোগিতা কামনা করি এবং আমাদের সাথে নিজে থেকে সাহায্য করুন।।
সহযোগিতা পাঠানোর জন্য :
বিকাশ: 01812030203 (একটিভ এডমিন)
01828332158 (পজিটিভ এডমিন)
01762945483 (জনগণ এডমিন)