সিরিজটি এমনই একটি ক্ষুদ্র চলচিত্র যেখানে রয়েছে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য। সঙ্গে চটুল ডায়ালগের মিশ্রণ এটিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এই সিরিজের গল্প মূলত নারী শরীর এবং তা থেকে করে ফেলা ক্রাইমের প্লটকে ঘিরে আবর্তিত হয়েছে। এক যুবক এবং যুবতীর কামনা, চাহিদা- সবটুকু দেখানো হয়েছে এই সিরিজে। গল্পের শেষে দর্শকদের জন্য রয়েছে একটি বড় টুইস্ট। এভাবেই এপিসোডের ক্লাইম্যাক্স টানা হয়েছে।