On August 10, 2025, the English Language Forum (ELF) of UIU organized a memorable quiz competition to commemorate "July 36", a symbolic date marking the nation’s hard-won victory and the day it reclaimed its freedom from the clutches of oppression. The date, July 36, honors the sacrifice and bravery of countless warriors who laid down their lives to secure the future of the nation.
In recognition of this historic day, the quiz featured 36 questions to be answered within 20 minutes, with a registration fee of 36 Taka a symbolic tribute to the nation’s victory. The event saw an overwhelming response, with over 400 registrations from participants eager to pay homage to the legacy of their forebears.
The event was a resounding success, culminating in the recognition of four winners, who were awarded cash prizes for their exceptional performances. The competition not only tested participants' knowledge but also brought together students and faculty members in a spirit of unity and remembrance.
A heartfelt thanks goes to the ELF team, from panel members to volunteers, who worked tirelessly to ensure the event’s success. Their dedication and commitment made this event possible, turning it into a fitting tribute to those who fought for freedom.
The event was graced by distinguished guests who provided inspiring speeches that further honored the spirit of the day:
Dr. Shantanu Kumar Saha, Associate Professor & Head of the Department of EDS
Mr. Nahid Hassan Khan, Director of the Directorate of Career Counselling & Student Affairs
Dr. Muhammad Fazle Ramzan Khan, Associate Professor, Department of English & Moderator of UIU ELF
Aysha Akter Shumi, Lecturer, Department of English
These esteemed guests not only honored the significance of July 36 but also encouraged the participants with their powerful words about freedom, resilience, and the importance of preserving our heritage.
The quiz competition, along with the insightful speeches, served as a tribute to the spirit of freedom and resilience, ensuring that the sacrifices of the past are never forgotten and their lessons are passed on to the next generation.
This event was a powerful reminder that the struggles and sacrifices of our nation’s heroes continue to inspire and guide us toward a better future.
United International University’s Data Science Club hosted the highly anticipated Data Scientist’s Futsal Championship 2.0 from 17th to 20th August 2025. The three-day tournament brought together intense competition and vibrant teamwork, captivating both participants and spectators at the UIU field.
The event kicked off on 17th August, with teams showcasing impressive skills and determination. As the tournament progressed, the atmosphere intensified, culminating in an exciting semi-final stage. In the final, White Walkers and Endzone secured their spots, with White Walkers ultimately emerging as the champions after a fierce battle.
The success of the tournament was made possible through the support of sponsors like Wellbeing Pharmacy (Title Sponsor), MeneV (Powered By), ZootexBD.com (Co-Powered By), and Times UIU (Media Partner).
This event highlighted not only the victory of White Walkers but also the sportsmanship of all teams, fostering a sense of community and teamwork. The UIU Data Science Club’s efforts underscored the importance of extracurricular activities, providing students with a platform to compete, bond, and thrive.
The country’s first-ever Inter-University Go-Kart Championship, titled ‘Vroom Vroom’, was held today at Fantasy Kingdom, organised by Nagad. The high-speed, high-energy event brought together enthusiastic participants from 12 leading universities across Dhaka, Bangladesh, including AIUB, AUST, BRAC, BUP, Dhaka University, East West, IUB, Jahangirnagar, Jagannath, NSU, ULAB, and UIU. Each university was represented by four students, making for a thrilling and diverse competition.
In the midst of fierce racing and electric excitement, students from the BBA Department of United International University (UIU) delivered an outstanding performance. Sakib Bin Sayeed raced ahead of all competitors to claim the Championship title, while a student from AUST secured the 1st Runner-Up position, followed by Sayeed Hossain Chondon of UIU, who secured the 2nd Runner-Up spot, marking a proud double win for UIU.
This achievement stands as a testament to the talent, determination, and versatility of UIU students, showing that they can lead with excellence both on and off the track.
বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় বলতে গেলে হার্ভার্ডের নাম প্রথম দিকেই আসে। কারণ, এটি এমন এক শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে শিক্ষাজীবন শুরু করেছেন অনেক বিশ্ববিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তিত্ব—যেমন: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ. কেনেডি, টি. এস. এলিয়ট, মার্ক জাকারবার্গসহ আরও অনেকেই। এই প্রতিষ্ঠান ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। হার্ভার্ডে পড়েছেন আমেরিকার ৮ জন প্রেসিডেন্ট, ১৫৮ জন নোবেল বিজয়ী, ১০ জন অস্কারজয়ী, ৪৮ জন পুলিৎজার প্রাপ্ত এবং ১০৮ জন অলিম্পিক পদকজয়ী।
কেমন হয় যদি বাংলাদেশের শিক্ষার্থীরাও এই হার্ভার্ডে পড়ার সুযোগ পায়? হ্যাঁ, এমনই এক দারুণ সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’ নামের এই বৃত্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫।
১৬৩৯ সালে ‘নিউ কলেজ’ নামে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি, যার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা। এর প্রতিষ্ঠাতা জন হার্ভার্ড, যিনি চার্লসটাউনের একজন পাদ্রি ছিলেন এবং নিজের সম্পদের অর্ধেক ও বিশাল বইয়ের সংগ্রহ প্রতিষ্ঠানটিকে দান করেন। তার সম্মানেই কলেজটির নাম পরে ‘হার্ভার্ড কলেজ’ রাখা হয়।
স্কলারশিপের সুবিধাসমূহঃ
মোট টিউশন ফি’র ৭৫ শতাংশ প্রদান করবে
ভ্রমণ খরচ বহন করা হবে
বুস্টানি ফাউন্ডেশন থেকে ২ মাসের ইন্টার্নশিপ সুবিধা থাকবে
যোগ্যতাসমূহঃ
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
হার্ভার্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির অফার লেটার থাকতে হবে
জিম্যাট স্কোর থাকতে হবে
প্রয়োজনীয় কাগজপত্রঃ
জীবনবৃত্তান্ত (CV)
ছবি
জিম্যাট স্কোর
রেফারেন্স লেটার
উক্ত ডকুমেন্টগুলো ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে: admissions@boustany-foundation.org
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে' ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।
সূত্র: ঢাকা পোস্ট
Thrilled to announce that our Head of Public Relations, Asia Begum, and her team secured the 2nd Runner-up position at the Undergraduate Research Symposium 2024, organized by United International University. They presented their impactful research paper titled “Exploring the Impact of Digital Twin Implementation on Enhancing Smart Manufacturing Practices in Bangladesh”.
Congratulations to the team for this outstanding achievement!