বাংলাদেশে শহুরে জীবনে ছোট ফ্ল্যাট বা সীমিত জায়গার ঘর এখন খুবই সাধারণ বিষয়। কিন্তু ছোট জায়গা মানেই যে আরাম বা সৌন্দর্যে ঘাটতি থাকবে—তা নয়। একটু বুদ্ধিমত্তা আর সঠিক ইন্টেরিয়র প্ল্যানিংয়ের মাধ্যমে ছোট জায়গাকেও করে তোলা যায় বড় আর সুন্দর। নিচে এমন কিছু স্মার্ট আইডিয়া দেওয়া হলো যা আপনার ছোট ঘরকেও দেবে বড় জায়গার অনুভূতি
১. হালকা রঙ ব্যবহার করুন
ঘরের দেয়াল ও সিলিংয়ে হালকা রঙ (যেমন সাদা, ক্রিম, হালকা গ্রে বা প্যাস্টেল শেড) ব্যবহার করলে ঘর অনেক বড় দেখায়। হালকা রঙ প্রাকৃতিক আলো প্রতিফলিত করে, ফলে ঘর উজ্জ্বল ও প্রশস্ত মনে হয়।
২. আয়না (Mirror) ব্যবহার করুন
ঘরে আয়না লাগালে এটি আলো প্রতিফলিত করে জায়গাকে দ্বিগুণ বড় মনে হয়। বিশেষ করে জানালার সামনে বা লিভিং রুমের এক পাশে বড় আয়না ঝুলিয়ে দিলে ঘরের গভীরতা বেড়ে যায়।
৩. মাল্টিফাংশনাল ফার্নিচার বেছে নিন
ছোট ঘরের জন্য এমন আসবাব বেছে নিন যেগুলো একাধিক কাজে ব্যবহার করা যায়। যেমন –
· সোফা কাম বেড
· ভাঁজ করা টেবিল বা চেয়ার
· নিচে স্টোরেজযুক্ত বিছানা
এসব ব্যবহার করলে জায়গা বাঁচে এবং ঘর থাকে গুছানো।
৪. দেয়াল ও কর্নার স্পেস কাজে লাগান
বাংলাদেশের ছোট ঘরগুলোতে দেয়ালগুলোই হতে পারে আপনার “অতিরিক্ত জায়গা”।
· ফ্লোটিং শেলফ,
· ওয়াল মাউন্টেড টিভি,
· কর্নার র্যাক —
এসব ব্যবহার করলে মেঝে ফাঁকা থাকে, ঘর দেখায় পরিপাটি।
৫. সঠিক আলো ও জানালার ডিজাইন
প্রাকৃতিক আলো ঘরকে উজ্জ্বল করে তোলে। তাই ভারী পর্দা এড়িয়ে হালকা শিফন বা কটন পর্দা ব্যবহার করুন।
রাতে ওয়ার্ম হোয়াইট LED লাইট বা স্পটলাইট ব্যবহার করলে ঘর দেখাবে আরও আকর্ষণীয়।
৬. ছোট ইনডোর প্ল্যান্ট রাখুন
ছোট গাছ যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা সাকুলেন্ট রাখলে ঘরে প্রাকৃতিক সৌন্দর্য আসে এবং বাতাসও সতেজ থাকে। তবে অতিরিক্ত গাছ রাখলে ঘর ভরাট দেখাতে পারে, তাই পরিমিত রাখাই ভালো।
৭. ওপেন স্পেস কনসেপ্ট বজায় রাখুন
একই জায়গায় লিভিং ও ডাইনিং এরিয়া তৈরি করলে ঘর আরও খোলামেলা মনে হয়। পার্টিশন বা বড় আসবাব দিয়ে ঘর ভাগ না করে ফার্নিচার প্লেসমেন্টের মাধ্যমে জোন তৈরি করুন।
আরো ব্লগ পড়তে চাইলে ভিজিট করুন নিচের লিংকে।
Interior Design in bangladesh | Interior Design Company | Office Interior Design in Bangladesh