দোলেশ্বরের স্বপ্ন
দোলেশ্বরের বুকে, জ্ঞানের আলো জ্বলে,
১৯২২ সালের গল্প, মনে রেখে চলে।
শিক্ষার মন্দির, স্বপ্নের আশ্রয়,
কেরানীগঞ্জের মাটিতে, ফুটেছে নতুন ফুল।
ষোল জন শিক্ষক, সাত শত ছাত্র-ছাত্রী,
জ্ঞানের সাগরে, তাঁরা সাঁতার কাটে।
বছরের পর বছর, বৃত্তি পায় ছাত্র,
দেশের জন্য গড়ে তোলে, নতুন ভবিষ্যৎ।
পুরাতন ভবন, নতুন স্বপ্ন,
দোলেশ্বরের বুকে, জাগে সকালের সূর্য।
জ্ঞানের আলো ছড়িয়ে, দূর-দূরান্তে,
দেশের উন্নতির পথে, এগিয়ে যায় সবাই।