আমি আদও কোনো মহিমান্বিত ব্যাক্তিত্বধারী নই। তাই আমার পরিচয়টিও খুবই ক্ষুদ্র।

লিখালিখি কোনো নেশা কিংবা পেশা নয়। ক্ষুদ্র কিছু ফুরসত সময়কে নিয়ে কোনো এক সাইটে লিখালিখির সূচনা। দূর্ভাগ্যবসত সাইটটি পুরোপুরি বন্ধ হওয়ার দরুন এবং আমার ক্ষুদ্র মেধায় বিশ্লেষণীগুলোকে একটি নির্দিষ্ট ক্ষেত্রে রাখার জন্যে আমার এই কর্মপ্রয়াস।

আমার ব্যাক্তিগত পরিচয়ের জন্যে সম্ভবত আমার ফেসবুক প্রোফাইলটিই যথেষ্ট।