দ্য টাওয়ার অফ লন্ডন : ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য


সন্দেহ নেই 'দ্য টাওয়ার অফ লন্ডন' ইংল্যান্ড ইতিহাসের অন্যতম স্বীকৃতিপ্রাপ্ত এবং আইকনিক ল্যান্ডমার্ক। দীর্ঘ এক হাজার বছরের রক্তাক্ত পুরনো ইতিহাসের পাতায় ঘিরা এই 'দ্য টাওয়ার অফ লন্ডন'। বলা হয় আপনি যদি কখনো ইংল্যান্ড ভ্রমনে যান এবং সেখানের কোনো ট্যুর গার্ডের সহায়তা যদি আপনি নেন তবে তিনি রাজধানীর সর্বাধিক বিখ্যাত দর্শনীয় স্থান এবং আইকনিক ল্যান্ডমার্কটিকে জীবন্ত করে তোলবে। তবে পর্যটক হিসেবে আপনি যদি বিখ্যাত টিভি সিরিজ Game of Thrones এর তুমুল ভক্ত হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহেই এই Castle কিংবা দুর্গটি আপনার নজর কারতে বাধ্য। কারণ Game of Thrones এ যে ধরনের Castle এর চিত্র দেখানো হয়েছে তার সাথে হুবহু মিলে যাবে এটি। পার্থক্য শুধু এতটুকুই যে একটি বাস্তব চিত্র আরেকটি ভিএফএক্স এর কারসাজি। ১৯৮৮ সালে ইউনেস্কো স্থানটিকে World Heritage List-এর আওতাভুক্ত করে। তবে কি ইতিহাস আছে এই স্থাপনাকে নিয়ে? কেনোই বা এটি নির্মাণ করা হয়েছিলো এবং এই দুর্গটি নিয়ে কাদের ইতিহাস? তবে এটি শুধু দুর্গ নয় এটি একটি Haunted Site হিসেবেও বিশ্বে পরিচিত। তো অসামান্য বাসিন্দা, এসব কিছুর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে সাজানো আজকের এই পর্ব।


অবস্থান

নাম থেকেই বোঝা যায়, টাওয়ার অফ লন্ডন যুক্তরাজ্যের ব্রিটিশ রাজধানী লন্ডনে অবস্থিত। আরও কিছুটা যথার্থ হল এটি শহরের পূর্ব দিকে সামান্য বামে থামেস নদীর তীরে দাঁড়িয়ে আছে টাওয়ারটি। এটি বিখ্যাত লন্ডন ব্রিজের ঠিক পাশেই অবস্থিত।


কবে এবং কে এর প্রতিষ্ঠাতা

টাওয়ার অফ লন্ডন রাজা William the Conqueror হেস্টিংগসে ( Battle of Hastings) তার বিখ্যাত জয়ের পর ১০৬৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন।