Hi, I'm Tanzir Islam Britto, an Author, Doctor and Social Media Activist from Bangladesh.

 আমি বৃত্ত। তানজির ইসলাম বৃত্ত। কিন্তু সবাই চিনতো সিডাটিভ হিপনোটিক্স নামে। 

জন্ম চট্টগ্রামে।  আদিবাড়ি বরিশাল। বাবা বাংলাদেশ ব্যাংকে। মা অনার্স মাস্টার্স বিএড এমএড কমপ্লিট করা একজন গৃহিণী। হ্যা, একদা পুলিশ প্রশাসনে ছিলেন । সে বহু আগে।

আমি? আমি একজন সিডাটিভ হিপনোটিক্স কিংবা একজন Tanzir Islam Britto ব্লগিং এর শুরু ২০০৬-০৭ এর থেকে। সামহোয়ারইনব্লগ দিয়ে। মুভি নিয়ে লিখতাম। পলিটিক্যাল স্যট্যায়ার লিখতাম। বৃত্তের সিডাটভ হিপনোটিক্স হয়ে জন্ম নেয়া ২০১১ তে। মিসড কল এলারট ইভেন্ট, ৭ই মার্চ নিয়ে ইভেন্ট, বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস কেড়ে নেয়ার জবাবে হাজার মানুষ জড় করা আরো কত কি। কি করিনি। রক্ত গরম, সব করতে পারতাম। নেতা মন্ত্রী কেয়ার করার সময় ছিলো না। 

২০১৩ তে শাহবাগ এর ৫ তারিখ...... থাক ওটা ছিনতাই হয়ে গেছে। যার যতটুক লাভ করার ছিলো, তারা তা করেছে। আমার কোন স্বার্থ ছিলো না, আমি এটা নিয়ে কথাও বলি না আর। আমাকে পাবেন ও না কোথাও। আহ্বায়ক, উদ্যোক্তা অনেক লোকজনের ভিড়ে আমি কম যাই। Shahbag Movement, Shahbag protest তবে হিট লিস্টে নাম এসে গেলো। শাপলা চত্বরে আমার নাম মাইকে বলে মুরতাদ ঘোষণাও হলো। মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার কারণও এই সিডাটিভ হিপনোটিক্স নাম, কেউ আসল নামে চিনতো না। 

আর আমি প্রচণ্ড ঘরকুনো। বের হতাম কম বাসা থেকে। তারপর টুকটাক লেখালেখি কিছু পত্রিকায়। যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন। তারপর কয়েকটা অনলাইন পত্রিকায় কিছু লিখেছি। 

কিন্তু একদিন মনে হলো, ভিত্তি শক্ত করতে হবে। এমবিবিএস পাশ করতে জান বেরিয়েছে। অনেক বছরের গ্যাপ ছিলো, এই লেখালেখি আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে। ফরিদপুর মেডিকেল কলেজে বর্তমান BSSMC হয়েছিলো, স্বাস্থ্যগত কারনে মাইগ্রেট করি ঢাকায়। পাশ করি। 

তারপর যদি ঢাকা মেডিকেলে না কাজ করতাম, তাহলে আমি ডাক্তারির ড ও করতে পারতাম না। টানা ২ বছর ডিউটি করেছি Dhaka Medical College Hospital। শিখেছি, কাছে পেয়েছি প্রফেসর ডঃ আহমেদুল কবির স্যারকে। ফাইনাল প্রফ তিনি ছিলেন আমার এক্সটারনাল। ভাইভা ভালো দিয়েছিলাম, তার ইউনিটে সুযোগ দিয়েছিলেন কাজ শেখার। 

তারপর ফেসবুক থেকে ছুটি নিলাম। একটু জীবনের দিকে তাকালাম। কাজ করলাম বারডেমে, আবার একবার টাটা মেমোরিয়ালে হসপিটালেও গেলাম। চান্স পেলাম রেসিডেন্সিতে (NIKDU) , পছন্দের সাব্জেক্টে নয় যদিও। তাও… চেষ্টা করছি পছন্দের সাব্জেক্টে চান্স পাবার। বেসরকারি একটি হাসপাতালে কাজ করি টুকটাক। আছি সব মিলিয়ে খুব একটা খারাপ না। বই, মুভি, ডকুমেন্টারি, অয়েব সিরিজ আর একটা ওয়েবসাইট। ব্যস্ত থাকার চেষ্টা করি। Medical Journals of Tanzir Islam Britto লিখেছি ঝোকের বসে। একটি জার্নাল আছে Google scholar এ , Association of Ventricular Extension and Short Term Outcome in Primary Intracerebral Hemorrhage আর কিছু মনে পড়লে পরে লিখবো।


প্রচণ্ড জীবনানন্দ প্রেমী আমি। এই ফেসবুক জেনেরেশন যখন জীবনানন্দ'র নামও শোনে নি তখন আমি তার কবিতায় বুঁদ হয়ে থাকতাম।
"আবার যেন ফিরে আসি

কোনো এক শীতের রাতে

একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে

কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।" 

আমার কোন এচিভমেন্ট নেই। কিছু তেমন বলার নেই নিজেকে নিয়ে। আবার জীবনানন্দের ভাষায় বলতে হয়
“আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।”

 

Get in touch at vespercasper@gmail.com

আমাকে পাবেন যে জায়গা গুলোতে