তারিখ: ১৮/০৬/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
অগ্রণী উচ্চ বিদ্যালয়
ব্যাংক টাউন, সাভার, ঢাকা।
বিষয় : স্কুলে ক্যান্টিন খোলার জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়টি একটি স্বনামধন্য বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের পরিবেশ ভালো। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের বিদ্যালয়ে ক্যান্টিন থাকা সত্তেও তা খোলা হয় না। আমরা একটি ক্যান্টিনের প্রয়োজনীয়তা খুব তীব্রভাবে অনুভব করছি। কারণ আমাদের ক্লাস শুরু হয় সকাল ১১টায় এবং শেষ হয় বিকাল ৪টায়। মাঝখানে বিরতি ৩৫ মিনিট। এসময়টাতে আমাদের বাহিরে যাওয়ার অনুমতি নেই। এমতাবস্থায় শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে বিদ্যালয়ের ক্যান্টিনটি চালু করা প্রয়োজন।
অতএব, ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে আমাদের স্কুল ক্যান্টিনটি চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে জনাবের বিশেষ মর্জি হয়।
নিবেদক,
অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী পক্ষে
তাহমিদ ইসলাম মুন্না
Narration ইংরেজী ব্যকরণের গুরুত্বপূর্ণ অংশ। মাধ্যমিক বল বা উচ্চ মাধ্যমিক সকল শ্রেণীর পরীক্ষায় ও জব পিপারেশনের জন্যেও Narration থেকে প্রশ্ন আসে। সহজেই Narration আয়ত্ব করার জন্য আমি (Narration is Easy) নোটটি তৈরি করেছি। Narration এর সহজ নোটটি সবাইকেই সাহায্য করবে বলে আশা করি।