Poetry


ঈশ্বর তুমি কার!

বিষাক্ত সব মানুষ গুলো

যাদের পায়ের তলায় লাঞ্ছিত মানুষ, সমাজ ও পরিমণ্ডল,

তারা দিব্যি আছেন স্বভাবে,

শুধু মরছে যারা শান্ত, সৎ ও আবেগ বিহ্বল,

সারাজীবন মানুষের কথা ভাবে!

মানবতার বিপর্যয় নেমেছে দেশে,

রাজত্বে বসে শঠ, বকধার্মিক, ভিজে বেড়াল আর হার্মাদ,

সকলে মিলে মেতেছে সর্বনাশে,

আস্ত একটা জাতি হচ্ছে উন্মাদ

অসভ্যতা আর অসততার পঁচা গন্ধ ভাসে বাতাসে!

ঈশ্বর সব দেখেশুনে,

হাসছেন বুঝি আপন মনে?

তুলে নিচ্ছেন সব ভালোমানুষ,

থাকবে শুধু দুষ্ট লোকের দল!

তবে কে ফেরাবে মানব জাতির হুশ?

ঈশ্বর! তুমি কাদের দিচ্ছ মনোবল??

Syfujjaman. Online publication: 20.06.2022

ধর্মের কল বাতাসে নড়ে

ধর্ম প্রাণের ধর্ম গুরু, জীবনের থেকেও বড়,

চরিত্র তার ঠুনকো বুঝি? হুঁ কথাতেই ভাঙ্গে?

নইলে কেনও অস্ত্র হাতে তোলে?

চিৎকার করে কাছা খুলে উন্মাদ হয় পথে?

জ্ঞান দিল সে (পয়গম্বর) কি,

নাবুঝে সব মাথামোটা বুঝলো শেষে কি!


পাহাড় সমান চরিত্র যার ভাঙতে পারে তুচ্ছ কেউ?

তোমরা যদি বোকা হলে,

রাস্তায় নেমে করলে দাঙ্গা-হাঙ্গামা,

ছেটালে কালি তারই চরিত্রে!


সবাই জানে, দাঙ্গা হলে মরে মানুষ, মরে পাগল জনগন,

যাদের না মিটলেও পেটের খিদে, পরনে থাকুক ছেড়া খদ্দর,

শিক্ষা তারা নাই বা পেল করবেই হট্টগোল।


তাই তো নেতা ঘরের কোণে, মঞ্চে, উস্কানি দেয় আরও,

মোক্ষ লাভ এর বড় সুযোগ ছাড়া কি যায় এবারও?

তাই ক্ষমতায় টিকে থাকতে গেলে উস্কে দাও,

মুখ ফস্কে দাও, যা খুশি তা বলে যাও;

উন্মত্ততা বাড়ুক রাস্তায়, আর পড়ায় পাড়ায়!

পকেটে আছে প্রশাসন,

মারামারি করবে পাগল জনগন,

পোক্ত হবে সিংহাসন!

Syfujjaman. Online publication: 20.06.2022

চাকরী

একটা চাকরী একটা মধ্যবিত্ত স্বপ্ন!

একটা জীবন সংগ্রামের জয়গাথা!

একটা ছেলের সংসারে পুরুষ হয়ে ওঠা!

একটা মেয়ের জীবনে স্বাধীনতার পথ,

আর অনেক জীবন যন্ত্রণার অবসান!


সদ্য যৌবন এ পা দেওয়া মেয়েটির

নিজের থেকে দ্বিগুন বয়সী স্বামী পাওয়ার অভিশাপ থেকে

বাঁচার অধিকার একটা চাকরী!

সদ্য কলেজ পাশ ছেলেটির প্রতিবেশীর মানসিক নিগ্রহের

প্রতিকার একটা চাকরী!

দারিদ্র্যের দুষ্টচক্রে আবর্তিত পরিবারটির

মুক্তির চাবিকাঠি একটা চাকরি!

মেসের ঘরের কোণে বইয়ে মুখ গুজে পড়ে থাকা

বয়স্ক ছেলেটি সংগ্রামের অবসান একটা চাকরি!

শ্বশুর বাড়ি নিগৃহীতা মেয়েটির গোপন স্বপ্ন

সফল করার উপায় একটা চাকরি!


একটা চাকরী এক আকাশ স্বপ্ন,

একটা জীবন পরিকল্পনা

একটি পরিবার এর উঠে দাঁড়ানো,

একটা পরিবার পরিকল্পনা,

আর একটা দেশ এর সুসংহত বেড়ে ওঠা!

Syfujjaman. Online publication: 06.06.2022

চাকরীর পথ


একটা চাকরী তবেই জীবন স্বচ্ছল,

তার জন্য একটা যুগ করি পার

হোক না সে কেরানি বা মাস্টার,

ঘুচবে অনাহার, আর তকমা বেকার!


এক যুগে বন্ধন ব্যাংক তৈরী হয়

আমাজন এর বেজোস করে বিশ্ব জয়,

যদি হতে পারি আমরা ছাপোষা কেরানি বা মাস্টার,

ধন্য হই নিজে, ধন্য পরিবার!

আমাকে যে শিখিয়েছে ইস্কুলে

কেরানি তৈরির খুড়োর কল এ,

সাল, তারিখ, দিন....

আরও কত তথ্য গুঁজতে হবে মাথায়,

আসবে চাকরি পরীক্ষায়!

হোক ঝাড়ুদার, কেরানি বা অফিসার,

এনসাইক্লোপিডিয়া ভরে নাও মাথায়,

হয়ে যাবে পরীক্ষা পার!

Syfujjaman. Online publication: 06.06.2022

স্বাবলিল হিংস্রতা


হিংস্রতা অতটা কঠিন কি আমার কাছে?

আমি তো শবের পাহাড় ডিঙিয়ে এখনও বেঁচে আছি।

মানুষ রূপী শকুন খেয়েছে আত্মীয় কে,

আমার শরীরকেও,

তবুও আমি এখনও আছি বেঁচে

শুধু বাঁচার জন্য মরিয়া হয়ে....

জীবন এর অধিকার পেতে দরকার একটু মাটি।


পৃথিবীটা তো এখন সহস্র খন্ড রাজনৈতিক মতবাদে

সবাই নিজের ক্ষমতা ভোগ করতে ব্যস্ত সিংহাসনে!

কেউ কি দেবে একটুকরো শান্ত মাটি?

সকল জীবের আছে শান্তির অধিকার,

শুধু মানুষ ছাড়া!


রাষ্ট্র মানুষ মারে নানা অজুহাতে,

আমাদের জীবনের অধিকার নিয়ে বসে আছে সে।

চারিদিকে দেখি তাঁর ক্ষমতার আস্ফালন,

নিশ্চিৎ, পৃথিবী আচ্ছন্ন হবে একদিন অসীম ক্ষমতার যুদ্ধে,

পদদলিত হবে সব মানবাধিকার

শুধু মানুষের থাকবেন কোনও বাঁচার অধিকার!

Syfujjaman. Online Publication: 22.04.2022

প্রজন্মান্তরে!


একটা প্রজন্মের সৃষ্টি হলে আমি পিছিয়ে যায়

অনেকটা, ঠিক চলে যাওয়া পুরাতন বছরের মত,

নতুন প্রজন্মের পুনরাগমনে

আমি ক্রমশ যেতে থাকি দূরে স্মৃতির ওপারে

প্রজন্মান্তরে!


মাধ্যাকর্ষণ শক্তির প্রমান পায় যখন

নতুন প্রজন্মের আগমনে স্মৃতি ঝাপসা হয়,

সময়ের অনুপাতে পিছু হটে যায় পুরাতন স্মৃতি

আমি হারিয়ে যায় প্রজন্মান্তরে!


গতানুগতিক জীবনের দায়ভার সামলাতে

মোমবাতির জীবন নিঃশেষ হলে

যেমন চিহ্ন থাকেনা মোমের,

আমিও আজ নেই কোথাও কারও মনে।

এ ভাবেই হারিয়ে যায় পুরাতন এক একটি জীবন

সময়ের অতলে, প্রজন্মান্তরে!

Syfujjaman. Online Publication: 22.04.2022

মানুষ জীবন

আমার মৃত্যু হলে শুধু আমিই মরিI

একটা মানুষ জীবন মুরগির, পিঁপড়ের, পাখির;

অনন্ত জীবন বলে কিছু নেই,

শুধু একটি প্রাণীর মৃত্যু হয় আমার মৃত্যুতে!

যুগে যুগে সে মরেছে- ভ্রুনে, শৈশবে, যৌবনে, বার্ধক্যে, নারী ও পুরুষে,

নে, বনে, জল-জঙ্গলে সে মরে আজও,

সেই অনাদিকাল হতে মরছে সে.....!

আমার স্বপ্ন, স্বাধ, অনুভূতি একান্তই আমার;

তার মৃত্যু হলে শুধু একটা সংখ্যা তৈরি হয়

ভাবনার জন্ম দিতে পারিনি যে!


কেউ কি ভেবেছে রান্নাঘরে মাংসের জীবটির স্বাধ?

বা রাস্তায় পিষে যাওয়া কুকুরের স্বপ্ন?

যুগে যুগে মরেছে এমন কত জীব মানুষের দেহে,

সংখ্যা ছাড়া আর কোনো হিসাব নেই তার পৃথিবীর মানুষের কাছে!


প্রবহমান পৃথিবী নিয়মাবদ্ধ;

স্রোতের বিপরীতে চলতে পারলেই শুধু নজরে পড়েI

পাখির, পিঁপড়ের, মুরগির জীবনযাপনে কি আছে?

মানুষ হলে ভাবনার জন্ম দান তো অনিবার্য!

Syfujjaman. Online Publication: 17.04,2022

এখন পৃথিবীতে মহা অসুখ মানবতার!

এখন পৃথিবীতে মানবতার মহা অসুখ,

পক্ষাঘাতগ্রস্ত বিবেক চলে গাঁজার নেশায়....

সেখানে সত্য-মিথ্যা, মানবিকতা-অমানবিকতার মধ্যে পার্থ্যক্য নেই

শুধু নিজের কাছে ঋণী থাকে মানুষ;

নিদারুন অমানবিকতায় সেই ঋন শোধ করার তাগিদ দেখি

চারিদিকে মানুষ নিহত হয় পশুপাখির মতো!


সবাই ক্ষমতা লোভী!

পিষ্ট হয় মানবতা ক্ষমতার যাঁতাকলে;

রাষ্ট্র হাতে নেয় জীবনের অধিকার,

অসহ্য উন্মত্ততায় ভন্ড মানুষ হাঁক পাড়ে অস্ত্র হাতে,

মৃত্যু হয় নির্বিচারে সুস্থ বিবেক আর মুক্ত জীবনের!


রাষ্ট্রের প্রয়োজন নেই

যদি সে তার নাগরিক কেই মেরে ফেলে,

মানুষ বাঁচার অধিকার হারালে

রাষ্ট্র হেরে যায় পৃথিবীর কাছে,

আর বৃহত্তর সমাজ হারে নিজের বিবেকের কাছে।

এই হার লজ্জার, বিবেকের অপমানের,

সর্বপরি জীব শ্রেষ্ট মানুষের!

Syfujjaman, Online Publication: 17.04,2022