মডেল টেষ্ট-১ ১ম অধ্যায় ২য় অধ্যায় ৩য় অধ্যায় ৪-অধ্যায় মডেল টেষ্ট- ৫ মডেল টেষ্ট- ৬ মডেল টেষ্ট-৭ মডেল টেষ্ট-৮ মডেল টেষ্ট-৯ মডেল টেষ্ট- ১০ মডেল টেষ্ট- ১১ মডেল টেষ্ট- ১২ মডেল টেষ্ট-৯ মডেল টেষ্ট- ১০ মডেল টেষ্ট- ১১ মডেল টেষ্ট- ১২ মডেল টেষ্ট-১৩ মডেল টেষ্ট- ১৪ মডেল টেষ্ট- ১৫ মডেল টেষ্ট- ১৬
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Noun refers to any kind of name. This means, whatever we are seeing and watching around us is a noun.
Nouns are used to name persons, things, animals, events, places, ideas etc.
Example:
Karim does not like to go to school. (এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।)
Kuwait is a Muslim country. (এখানে কুয়েত একটি দেশের নাম।)
Diamond is very valuable. (ডায়মন্ড একটি বস্তুর নাম।)
Nouns are classified into 2 types. These are:
1. Concrete Noun
2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Concrete Noun
যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলে।
Concrete Noun are classified into 4 types. These are:
1. Proper Noun (নাম বাচক বিশেষ্য)
2. Common Noun (জাতিবাচক বিশেষ্য)
3. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
4. Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Proper Noun (নাম বাচক বিশেষ্য)
যেসকল noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায়, তাকে Proper Noun বলে। মনে রাখবেন Proper Noun সবসময় Capital Letter দিয়ে শুরু হয়। অর্থাৎ Proper Noun একটি নির্দিষ্ট ব্যক্তি, স্থান, সংস্থা বা জিনিসের নাম বুঝায়।
Proper Noun এর উদাহরণ:
Bangladesh
Karim
Saturday
Dhaka
Shakib
Sunday
England
Tamim
January
Australia
Nike
December
Sydney
Ferrari
San Francisco
Amazon
The Padma
Rome
Daraz
Africa
উপরের উদাহরণ গুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে, সবগুলি Word এর প্রথমে Capital Letter দিয়ে শুরু হয়েছে। এবং Word সমূহ দিয়ে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা ইত্যাদির নিজস্ব নামকে বুঝাচ্ছে।
proper noun আরো কিছু সহজ উদহারণ :
মানুষের নাম: Amir, Kabir, Shakil, Mustafizur, Muhammad, etc.
প্রতিষ্ঠানের নাম: Oxford University, Dhaka University, Nike, Apple, Microsoft, etc.
জাতির নাম: British, American, Greek, Indian, etc.
ধর্মের নাম: Islam, Christian, Hinduism, Buddhism, etc.
স্থানের নাম: Canada, Cumilla, Dhaka, India, Japan, etc.
দিনের নাম: Monday, Sunday, Saturday, etc.
এগুলি ছাড়াও আরো proper noun(নাম বাচক বিশেষ্য) এর উদাহারণ রয়েছে।
Proper Noun এর উদাহরণ বাক্যে দেওয়া হয়েছে:
Let’s go to Australia.
Sarika loves her husband.
Salman lives in New Zealand.
Messi is a wonderful player.
Azhari was born in Bangladesh.
Shakib plays for Dhaka in BPL.
Is your birthday in the month of July?
Usain Bolt is an Olympic gold medalist.
Sabbir never goes anywhere without Canada.
Sanjana and Kabir took their dog outside for a walk.
Common Noun (জাতিবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.
It refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of Proper Noun.
Example:
Alex is a student.
(Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)
Dogs can be very cute.
( Dog দ্বারা সকল জাতীয় কুকুর কে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন কুকুর হতে পারে।)
You love flower.
( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য):
Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.
It, in English Grammar, refers to a group of things, persons or animals.
Example:
Our class took a trip to Sundarbans.
Bangladeshi Army is doing a great job in UN mission.
Each team contains eleven players.
Material Noun (বস্তুবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমন, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.
It is an uncountable noun. It’s a substance or material that we can see and touch but can’t count.
Example:
You can purchase a gold ring for your sister.
We may attain salt from sea-water.
Cotton dress is my favorite.
Abstract Noun (গুণবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।
It express ideas, feelings, realizations, and qualities that we can’t see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can’t even see it. It’s a feeling, not a physical thing.
Example:
My love for you cannot be measured.
His kindness is his real beauty.
Her beauty makes me crazy.
Pronoun (সর্বনাম):
সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
The word which we use instead of Noun is called Pronoun.
Example:
Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
He goes to school every day.
We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।
Adjective (নাম বিশেষণ):
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number, and size of nouns or pronouns. It describes nouns or pronouns.
Example:
Naima is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
He has three red pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
Safi is (Noun এর অবস্থা বুঝাচ্ছে)
Verb (ক্রিয়া বা কাজ):
The verb is an important part of speech. Without a verb, no sentence can be formed. It shows a physical or mental action. The verb always believes in doings and actions.
যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.
Example:
We play cricket.
He writes a letter.
He gave me a glass of water.
Adverb (ক্রিয়া বিশেষণ):
যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.
The word that usually modifies the verb, adjective, or other adverb is known as an adverb.
Example:
He asked my name gently.
She walks slowly.
She bought a very long dress.
Preposition (পদান্বয়ী অব্যয়):
A preposition defines the relationship between nouns or pronouns with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.
বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.
Example:
The book is on the table.
Rahim is hiding behind the tree.
The girl brought a letter for me from the teacher who taught us English.
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।
Conjunction (সংযোজক অব্যয়):
যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Usually, conjunction joins a word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.
Example:
Saif and Sourav are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
Akash is a boy, but Mou is a girl. (দুটি clause কে সংযুক্ত করেছে)
She gave me the letter and then she quickly (দুটি clause কে সংযুক্ত করেছে)
Interjection (আবেগসূচক অব্যয়):
It expresses strong feelings, emotions, and sudden changes of mind. It may be sudden happiness or sadness.
Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.
Example:
Alas! Her father is dead.
Hurrah! We’ve won the game.
Oh! What a beautiful girl she is!