Kobita

ঘন ঘোর বর্ষার এক প্রহরে

~ মোঃ সরোয়ার মাহবুব রাব্বি


সময় করে একটু সময় দিও তো আমায়,

বড্ড মন কেমন কেমন করে,

দেখতে চাইছে যে তোমার...

বর্ষার মেঘে তলি যাওয়া আসমানটার নিচে,

তুমি যখন আমার কুড়িয়ে পাওয়া

৫/৭ টি প্রিয় বেলিফুলের জন্য

দাড়ায়ি অপেক্ষা করবে আমার জন্য,

আনন্দে আত্মহারা হয়ে

আমি প্রেমের অদ্ভুত নজরখাড়া দৃষ্টিতে

তোমায় অপাদমস্তক

দর্শন করে যাবই ত যাবোই,

যতক্ষণ না হৃদয়টা বৃষ্টির সাথে

মিলে মিশে একাত্ব হয়,

হু হু করে উঠে ভেতরটা!

আমার কন্ঠে থাকবে না কোনো বাক্য, কোনো স্বর...

আমিও সত্যিই চাই, বোবা থাকতে তখন!

যদি কোনো শব্দ থাকে মুখে

তবুও তুমি অবশ্যই শুনতে পাবে তো,

তোমায় পাওয়ার কী রকম আকুলতার মিনতি!

সে সুর কিন্তু বৃষ্টির দ্যোতনাকেও ছাড়িয়ে খায়...

বহুস্পন্দনে !! বহুমাত্রিকতায় !!