দুর্গাপুরের আড়া মোড়ের কাছে কালিনগর দুর্গা মন্দিরের মাঠে গুটিকয়েক দোকান নিয়ে রাস পূর্ণিমা উপলক্ষে একটি ছোট মেলা বসে, ওই আর পাঁচটা মেলার মতই আরকি। দুর্গাপুরে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম এই রাস পূর্ণিমার কিছু পরেই। সেই বন্ধুর বাড়ি থেকেই একদিন সকালে আশেপাশে ঘোরাঘুরি করতে করতেই চোখে পড়ে এই মেলা। মেলার দোকানগুলির অধিকাংশই তখন বন্ধ, দোকানের লোকজন তখন নিজেদের মধ্যাহ্ন ভোজনের আয়োজনে ব্যস্ত। সূর্য তখনও মধ্য গগনে যায়নি তবে রোদ খাঁ খাঁ করছে, ওই আলোকচিত্রের ভাষায়ে যারে কয় ‘Harsh Light ’।
মূলত Colour একচেটিয়া রাজা হলেও, Line, Space ও Value-র দৃশ্য অন্বেষণ নিয়ে গুটিকয়েক ছবির পসরা সাজিয়ে এই সিরিজ।
‘দেখো আনন্দ মাখো আনন্দ
চলো আনন্দের পথ ধ'রে’