News From
Al-Hajj D. Mufti Muhammad Ashraf Alimullah Siddique
HDSD- Haqer Dawat Siddikiya Dorbar
HDSD- Haqer Dawat Siddikiya Dorbar
জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী হক্ব পীর সাহেব আলহাজ¦ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী উনার কোন ফেইসবুক একাউন্ট নেই এবং আমাদের চারটি Youtube Chanel (My tune Chanel ,Siddikiya, Zongi Sontrash Birodhi Waz D. Ashraf Siddique Bogra And Sunni Waz Bogra ব্যাতীত অন্য কোন চ্যানেল নেই) এর উদ্দেশ্য হল- কোন প্রকার এক পয়সা অর্থ ব্যবসায়ের উপায়ে না রেখে, হারাম প্রাণীর ছবি থেকে মুক্ত রেখে এক মাত্র আল্লাহ্ পাক ও উনার রাসুল ছল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম উনাদের সন্তুষ্টির উপরে ইস্তেকামত থেকে সত্য সঠিক (বাতিল বাহাত্তর ফিরকা মুক্ত) ইসলাম মানুষের মধ্যে প্রচার ও জানিয়ে দেওয়া।
এই সুযোগে, কিছু অসাধু লোক উনার নামে ফেইসবুক একাউন্ট খুলে মানুষকে মিথ্যা বলা, টাকা হাতিয়ে নেয়া ও ঈমান নষ্ট কারী ফতয়া দেয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করেই চলেছে এবং আরও কিছু অসাধু লোক যারা আমাদের কথাকে বিকৃত করে ওডিও কাট করে তাদের মতো করে উপস্থাপন করেই চলেছে যাতে করে শুধু তারা তাদের নিজেদের বাতিল কার্য্য কালাপ সাধারণ মানুষকে বুঝতে না দিয়ে তাদের বানানো হারাম-হালাল মিশ্রিত ইসলামকে, ইহুদী নাছারাদের দালাল-ওহাবীদের তৈরী বাতিল দলকে সত্যের কাছে তলিয়ে যাওয়া থেকে টিকিয়ে রাখতে গিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী হক্ব পীর সাহেব আলহাজ¦ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী উনার বিরোধীতা করেই চলেছে... আর করতেই থাকবে।এই সমস্ত মিথ্যাবাদী-মুনাফিকদের কাছে থেকে হারাম-হালাল মিশ্রিত বাতিল ইসলাম নেয়া থেকে বিরত এবং প্রতারিত হওয়া থেকে দুরে থাকুন। আর তাই অডিওটির সম্পূর্ন অংশ ডাউনলোড বা শেয়ার করতে পারবেন। কিন্তু অডিও এর কোন অংশ কাট করে ভুল প্রচার করা সম্পূর্ন নিষিদ্ধ ও দন্ডনীয়। ইন্টারনেটে সরাসরি জু’মার বয়ান বা অন্যান্য অনুষ্ঠানের আলোচনা শুনতে ওয়েব সাইটে ভিজিট করুন। বিশেষ দ্রষ্টব্য: অনুষ্ঠানের তারিখ, দিনক্ষন ও সময় ওয়েব সাইট থেকে জেনে নিন।