Our Project:
আলহামদুলিল্লাহ। ‘‘সফিজউদ্দিন ফুলমেহের ফাউন্ডেশন ”একটি মহতি উদ্যোগ, একটি সমাজ বিনির্মানের স্বপ্ন। ইনশা আল্লাহ- ইহা এলাকার প্রতিটি ঘরে ইসলামী জ্ঞানার্জন, অনুশীলন ও জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এর মাধ্যমে মজবুত হবে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধন। দুর হবে সহিংসতা, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার। প্রত্যেক মুসলমান বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াবেন এক কাতারে। সিজদাহ্ করবেন এক আল্লাহকে, এক রাসুলের (সঃ) নেতৃত্বে ও আনুগত্যে ঐক্যবদ্ধ হবেন। কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের দিক্ষা নিয়ে নিজেকে প্রোডাক্টিভ মুসলিম হিসেবে গঠন করবে। গড়ে তুলবেন আলোকিত ইহকালীন ও পরকালীন জীবন।
মসজিদ নির্মানের কাজ চলছে-
মসজিদ নির্মানের খণ্ড চিত্র
ফাউন্ডেশন লোগো
মসজিদ নির্মানের খণ্ড চিত্র
মসজিদ নির্মানের খণ্ড চিত্র
About:
This foundation will be the focal point of the propagation of Islam. People will be educated in Islamic teachings from here and will get acquainted with Islamic culture and traditions. At its touch, every Muslim will become productive Muslims-InshaAllah.
Impressum:
সমস্ত প্রশংসা মহান আল্লাহর। দুরূদ ও সলাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি।
আপনারা জেনে খুশি হবেন যে, আল্লাহ রব্বুল আলামীনের একান্ত ইচ্ছায় আমরা “সফিজ উদ্দিন ইসলামীক কমপ্লেক্স” নামে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমরা পারিবারিক ভাবে ৪.৩৪ একর জমি কমপ্লেক্স এর নামে দান কারার পরিকল্পনা গ্রহণ করেছি। অত্রএলাকার প্রয়োজনের প্রেক্ষিতে কমপ্লেক্স এর অধিনে নিম্মে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠা করা হবে- ইন্শাআল্লাহ।
১। জামে মসজিদ।
২। মসজিদ ভিত্তিক বয়স্ক ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম।
৩। বিশুদ্ধ পানি সরবারহের জন্য একটি ROS (Reverse Osmosis System) প্ল্যান্ট স্থাপন।
৪। মডেল মাদ্রাসা ও ইয়াতিম খানা।
৫। ইসলামী গ্রন্থগার।
৬। মসজিদ ভিত্তিক কর্জে হাসানা প্রকল্প।
৭। একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন।