ডেলিভারি টাইমঃ
চায়নার যেকোন সাপ্লায়ার/ওয়েবসাইট হতে অর্ডার কোয়ানটিটির উপর ভিত্তি করে চায়নিজ সাপ্লায়ার হতে চায়না ওয়্যারহাউজ পৌঁছাতে ডেলিভারিতে টাইম ৩-১০ দিন পর্যন্ত সময় লাগে । চায়না ওয়্যারহাউজে পৌছানোর পর থেকে এয়ার শিপিং এ ( সোমবার বা বৃহস্পতিবার হতে ) বাংলাদেশ কাষ্টমস থেকে শিপমেন্ট রিলিজ হতে ৭-১২ ওয়ার্কিং ডেস সময় লাগে ( যেদিন শিপমেন্ট হয় )।
অর্ডার প্রসেসঃ
আপনার সাপ্লায়ার না থাকলে, আমরা আমাদের বিশ্বস্ত সাপ্লায়ার থেকে কোম্পানি মূল্যে প্রোডাক্ট কিনে, আপনার চাহিদা অনুযায়ী এয়ার/সি শিপিং করে দিবো। সেক্ষেত্রে আপনি যদি আমাদের নতুন
ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনাকে সাপ্লাইয়ার এর প্রোডাক্ট কষ্ট এর ( new client: 80%, old client: 100% ) এডভান্স করতে হবে। পার কেজি শিপিং কষ্ট পরিশোধ করে বাংলাদেশ অফিস থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন। ( 80%,100% ) এডভান্স আপনি আমাদের অফিসে এসে করতে পারেন অথবা আমাদের বিজনেস একাউন্ট এ ডিপোজিট করতে পারেন, আমরা আপনাকে এডভান্স এর রিসিট মেইল বা টেক্সট করবো।
নোটঃ
কোনো পণ্য আমরা কিনতে গিয়ে সাপ্লায়ার বা ওয়েবসাইট সেলার এর কাছে পণ্য স্টক না থাকলে পণ্যের দাম ডেলিভারি দেয়ার সময় রিফান্ড করে দেয়া হয়।
Payment Method:
আপনি চাইলে আমাদের অফিসে এসে আপনার অর্ডারের টাকা পরিশোধ করে এডভান্সের slip সংগ্রহ করতে পারেন।
Business account
Account name: SHIPJAR.COM
Account number : 1071070370491
Eastern Bank Ltd, Mirpur branch
Bkash Marchant
SHIPJAR DOT COM
01311263948 (Bkash charge applicable)
বিশেষ দ্রষ্টব্য:
উল্লেখিত পেমেন্ট মেথড ব্যাতীত অন্যকোনো মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করি না, কেউ অন্যকোনো মাধ্যমে পেমেন্ট করে প্রতারিত হলে কর্তৃপখ্ক দায়ী নয়।
কুরিয়ার (সুন্দরবন/এস.এ পরিবহন) ডেলিভারি ইনসাইড/আউটসাইড ঢাকা। ( কুরিয়ার চার্জ প্রযোয্য) ক্লায়েন্টদের কুরিয়ার দ্বারা পণ্য প্রেরণের আগে আমাদের বাকি টাকা পরিশোধ করতে হবে।
প্রতিটি অনুপযুক্ত পরিস্থিতি ক্রেতাদের পরিবর্তনগুলি বুঝতে হবে।(এয়ার / সি শিপিং)। চায়না বা বাংলাদেশ এর কাস্টমস, প্লেন ফ্রেইট সংক্রান্ত যেকোনো কারণে রানিং শিপমেন্ট এ শিপিং চার্জ পরিবর্তিত হতে পারে ও শিপমেন্ট রিলিজ হতে সাময়িক দেরি হতে পারে।
নগদ মূল্যে মালামাল ডেলিভারি করা হয়, কোনো প্রকার বাকী বা চেকের বিনিময়ে মালামাল ডেলিভারি করা হয় না|
মালামাল ০৭(সাত) দিনের মধ্যে ডেলিভারি গ্রহণ না করিলে উক্ত মালের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুরান্ত|
প্রোডাক্ট / শিপমেন্ট ডেলিভারির পর কোন প্রকার অভিযোগ গ্রহণযোগ্য নয়|
প্রোডাক্ট এর ছবি ফটোগ্রাফির আলো বা এডিটং এর কারণে পণের রং কিছুটা আলাদা মনে হতে পারে|
ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেয়া হয় (পরিবহন চার্জ দিতে হবে)
ঢাকার বাহিরে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করা হয়। ( কুরিয়ার চার্জ দিতে হবে)