Welcome To

Savar Cantonment Board Boys' High School 

Savar Cantonment, Savar, Dhaka-1344

Online Education Program (OEP)

নিম্নোক্ত লিংক এর মাধ্যমে সকল শিক্ষার্থী এবং অভিভাবককে বিদ্যালয়ের ফেসবুক পেজে অ্যাড হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। 

https://www.facebook.com/groups/savarcantonmentboardboyshighschool

যে সকল মোবাইলে V.8 ইনস্টল হচ্ছে না, সে সকল মোবাইলে V.7 ইনস্টল করুন 

অ্যাপস এর মাধ্যমে ফিস পেমেন্ট পরিশোধ করার টিউটোরিয়াল। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে বলা হলো। 

মোঃ আবুল কাশেম

প্রধান শিক্ষক

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়সাভার সেনানিবাস, সাভার, ঢাকা

প্রধান শিক্ষকের বাণীঃ

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার ক্যান্টনমেন্ট সমৃদ্ধ ঐতিহ্যের ধারাবাহিকতায় কোমলমতি শিক্ষার্থীদের প্রচ্ছন্ন চেতনা, মেধা ও মননশীলতা অবিরাম জোছনাধারায় সম্মোহিতের মতো মুগ্ধতা  ছড়াচ্ছে। আত্মনির্মাণের পথে তারা প্রতিনিয়ত আলোর দীপ্তি ছড়াচ্ছে। গুণগত শিক্ষাদানের মাধ্যমে স্বনামেখ্যাত প্রতিষ্ঠানটিতে শুভবোধ প্রোথিত করতে এবং মানবিক ও নৈতিক উন্নতির ভিত তৈরিতে বিজ্ঞ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয়ের প্রাগ্রসর দিক-নির্দেশনা ও সহ-সভাপতি মহোদয়ের প্রাজ্ঞ পরামর্শ আমাদেরকে প্রাণিত করছে। সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা ও উদ্দীপ্ত শিক্ষার্থীদের শাণিত চেতনা আমাদেরকে দারুণভাবে আশার আলো দেখাচ্ছে। উজ্জ্বল আলোকস্তম্ভ সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চায়ত মানুষ হিসেবে বিকশিত হবে এবং তাদের পদপাতে উচ্চকিত হবে লাখো শহীদের রক্তেভেজা আমাদের প্রিয় বাংলাদেশ।