On Campus Final
of
Hult Prize at SARSTEC
বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা তরুণ সমাজসেবক ও উদ্যোক্তাদের জন্য ‘ছাত্রদের নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত Hult Prize, যা সংস্থা মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তাঁর সংগঠন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ এর নিকট হতে অংশীদারিত্ব গ্রহণের প্রস্তাব লাভ করেছে। ‘হাল্ট আন্তর্জাতিক বিজনেস স্কুল’ এর তত্ত্বাবধানে এবং সুইডিশ উদ্যোক্তা বার্টিল হাল্ট এবং তাঁর পরিবারের আর্থিক সহায়তায় এটি পরিচালিত হয়।
প্রতি বছর প্রেসিডেন্ট বিল ক্লিনটন এমন একটি সামাজিক সমস্যা চিহ্নিত করেন যা বিশ্বের বিলিয়ন বিলিয়ন অসহায় মানুষের ওপর প্রভাব ফেলে। এরপর তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
বিজয়ীরা ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠনের নিকট হতে প্রশিক্ষণ এবং পরামর্শ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া চূড়ান্ত প্রতিযোগীদের প্রত্যেকের জন্য ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ মত আকর্ষণীয় সংস্থার সদস্যপদ লাভ এবং পরীক্ষামূলক অর্থসংস্থানের সুবিধাও বরাদ্দ রয়েছে!
২০০৯ সাল থেকে এ পর্যন্ত আয়োজিত প্রতিযোগিতাসমূহে শিক্ষার সুব্যবস্থা, সুপেয় পানির অপ্রতুলতা, আবাসন সমস্যা, নির্ভরযোগ্য শক্তি ও সৌর ব্যবস্থাপনা, খাদ্য ও স্বাস্থ্য সমস্যা – ইত্যাদি বিষয় উঠে এসেছে।বিশ্বের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সরাসরি আয়োজন করা হয় হাল্ট-প্রাইজ প্রোগ্রামটির ‘ক্যাম্পাস রাউন্ড’।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হয় হাল্ট-প্রাইজ প্রোগ্রামটির "ক্যাম্পাস রাউন্ড"। ১লা নভেম্বর থেকে হাল্ট প্রাইজ প্রোগ্রাম এর অফিসিয়াল রেজিষ্ট্রেশন শুরু হয়।
ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে অসাধারণ কাজ করেছেন মো. জুনায়েদ আহমেদ। অন্যান্য ক্যাম্পাসে হাল্ট প্রাইজ প্রোগ্রাম হতে অনুপ্রাণিত হয়ে নিজ ক্যাম্পাসে প্রোগ্রামটির পথ শুরু করার উদ্যোগ নেন তিনি। সেই থেকে শুরু হয় সারসটেকে হাল্ট প্রাইজ এর সূচনা।
ক্যাম্পাস অরগানাইজেশন টিমে কাজ করেছেন অনেকেই । তাদের মধ্যে
🔶হেড অফ অপারেশনে ছিলেন
মো. ইমরান হোসেন,
🔶প্রোগ্রাম মেনেজম্যান্ট এবং ওয়ার্কশপে ছিলেন
মো. মাহমুদুল হাসিব ধ্রুব,
জান্নাতুল ফেরদৌস শ্রাবণী
এবং শরিফুল ইসলাম দ্বিপ,
🔶হেড অফ ডিজাইন এবং ইনফো গ্রাফিকে ছিলেন
জুননুন মজুমদার,
🔶পাব্লিক রিলেশন এবং কমিউনিকেশনে ছিলেন
মাহমুদুল হক
এবং অদিতি ভট্টাচারিয়া,
🔶 জার্জ কোরডিনেশনে ছিলেন
মো. মেহেদী হাসান জেহাদ
এবং রাব্বী ইসলাম,
🔶কন্টেন্ট রাইটিংয়ে ছিলেন
মো. হানিফ মিয়া,
🔶পার্টিসিপ্যান্ট মেনেজম্যান্টে ছিলেন
তাসনিম আলম
এবং শাহরিয়ার হোসেন হিমেল,
🔶আইডিয়া জেনেরেশন এবং রিসার্সে ছিলেন
নিহাল হায়দার
এবং মো. মারুফ হোসেন সায়াহ্ন,
🔶স্পন্সরশীপ কোরডিনেশনে ছিলেন
কে.এম.ইমরান নাহিদ রিয়ন,
🔶প্রেস এবং মিডিয়াতে ছিলেন
মো. আমিনুল ইসলাম রায়হান
এবং মো.রবিউল ইসলাম,
🔶লজিস্টিকসে ছিলেন
আরিফুল ইসলাম,
মো.হাসিবুল ইসলাম
এবং মো.মসিয়ুর রহমান
হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় মোট ১৫টি টিম অংশগ্রহণ করে।
টিমগুলো হচ্ছে-
🟠Team Pasta,
🟠Brute Force,
🟠Epsilon,
🟠Team SIRD,
🟠Vision Vertex(VVX),
🟠Creative Thinkers,
🟠Concept Creator,
🟠Decimal,
🟠Delta_59,
🟠Zygote,
🟠Green Leaf,
🟠Labyrinth SA(LSA),
🟠Brave MJ4,
🟠Glowing Star,
🟠Team Emphatic.
রেজিস্ট্রারকৃত সকল টিম মেম্বারদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয় বেশ কিছু ওয়ার্কশপ। এইসব ওয়ার্কশপে ছিলেন-
1. Fatema Akhter Lovely, Hult Prize community builder for Bangladesh.
2. Live seminar with Eng. Md. Zahid Murad Shuva Sir, Lecture at SARSTEC.
3. Live seminar with Noor Awadallah, Campus Director of Hult Prize at Isra University.
4. Notable seminar with Selim Akhter Sir, Assistant Professor of chemistry at SARSTEC.
5. Grooming session with Jannatul Tazreen, Founder of EDOMO, Finalist Hult Prize Manila Regional Summit, Former personnel, BRAC.
6. PowerPoint Masterclass with Maruf Islam, instructor, learning Bangladesh, Senior IT Executive, Arisha Group..
7. Case cracking and Business Idea Development with Mubasshir Tahmid, co-founder, Tetra, kuala lumpur Regional finalist, 2018.
8. Crack final presentation with Tasneem Omar Ava, COO, Synergy Global com, Former Global Finalist, Hult Prize -2016.
"Food For Good" কন্সেপ্ট নিয়ে কাজ জমা দেওয়ার সকল সময়সূচি -
🌐1-3rd December - Abstract Submission
🌐5th December - Pitch submission
🌐7th December - Semi Final
🌐12th December - On Campus Final.
১ম রাউন্ডে ১৫টি টিম থেকে ১১টি টিম পরের ধাপের জন্য মনোনিত হয়।সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য ৫টি টিম মনোনিত হয়।
অবশেষে ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়-Team Vision Vertex(VVX).
Team Vision Vertex(VVX) এর মেম্বাররা হল-
🔸মাহমুদুল হক,
🔸মো. শাকিল হায়লাদার,
🔸শরিফুল ইসলাম দ্বিপ
🔸মো. আমিনুল ইসলাম রায়হান।
রানার্সআপ টিম হল Team SIRD.
Team SIRD এর মেম্বাররা হল-
🔸মো. ইমরান হোসেন,
🔸মো.মাহমুদুল হাসিব,
🔸তাসনিম আলম
🔸হাসিবুর রহমান রকি।
Hult Prize at SARSTEC এর মডারেটর হিসেবে ছিলেন - ইঞ্জি. মো. জাহিদ মুরাদ শুভ স্যার।
ফাইনাল প্রোগ্রামে জার্জ হিসেবে ছিলেন -
১. মো.সেলিম আখতার স্যার
২. মো.জাহিদ মুরাদ শুভ স্যার।
৩. আলিসা জান্নাতুল তাজরিন।
৪. নয়ন চন্দ্র ঘোষ স্যার।
৫. মাইসা রাফা খান এবং
বিশেষ অতিথি হিসেবে ছিলেন
ফাহিম শাহরিয়ার(Regional Associate of Hult Prize Asia).
স্পন্সর হিসেবে ছিল-
🤝Club Partner - SARSTEC CAREER CLUB, E-learning
🤝Partner - Tech কারিগর School,
🤝Media Partner -Textile Focus,
🤝Radio Partner -SARSTEC RADIO 00.08F.M.
করোনার মত এ বিরূপ পরিস্থিতিতেও প্রথমবারের মত সারসটেকে সফল ভাবেই আয়োজিত হয় "হাল্ট প্রাইজ" প্রোগ্রামটি।
প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রমে রেডিও পার্টনার সারসটেক রেডিও ০০.০৮এফ.এম. সর্বাত্রকভাবে সাথে ছিল। সারসটেক রেডিওর পক্ষ থেকে বিজয়ী টিম এবং রানার্সআপ টিমকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনের সকল ধাপ ঠিক এইভাবেই সফলতার সঙ্গে সম্পন্ন করার প্রত্যাশা রাখছে সারসটেক রেডিও ০০.০৮এফ.এম।
Tanvir Ahmmed Ani
Executive Member
SARSTEC RADIO