আমি শাকিল আহমেদ তাজিম । টিলিভিশন অভিনেতা ও সহকারী পরিচালক । আমি ২০১৭ সালে প্রথম "দুষ্টু মেয়ে" নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছি। এর পর থেকেই অভিনয় কে আপন করে নিয়েছি । এর পর থেকেই এক এর পর এক কাজ করে যাচ্ছি। আমার অভিনীত কিছু নাটক টিভিতে প্রচারিত হয়েছে। নাটক গুলোতে কাজ করতে খুব ভালো লেগেছে। ২০২০ ও ২০২১ সম্পূর্ণ সময় টাই করোনা ভাইরাস এর জন্য নষ্ট হয়েছে। এই সময়ে অনেক বার হাল ছেড়ে দিতে হয়েছে। কিছু দিন আগে সাহাদাত আলম ভূবন পরিচালিত"হিয়ার বাঁধন" নাটক টিতে অভিনয় ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি । নাটক টি ২৬শে মার্চ রাত ৯টায় প্রাচারিত হয়েছে। তার মধ্যে আর একটি ইউটিউব এর কাজ করেছিলাম । হেলাল আহমেদর এর পরিবেশনে তার নিজের চ্যানেল এ প্রচার করা হয়। করোনা ভাইরাস আগের মত স্বাবিক হয়ে গেলে আবার কাজ শুরু করবো । "এইবার ইউটিউব এর যোগদান করবো, ৩ টি চ্যানেল নিয়ে জয় যাত্রা শুরু করবো । আমার আরো তথ্য বা আমার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকলে সংযোগ হোন আমার অফিসিয়াল পেইজ এ। "
আমার জন্য দোয়া করবেন
সুস্থ থাকুন,ভালো থাকুন
শাকিল আহমেদ তাজিম
অভিনেতা ও পরিচালক
[দুষ্টু মেয়ে ], [প্লাস্টিকের ভালোবাসা ], [চুমকীর প্রেম ], [নারী প্রাচীরি ব্যবসা ], [বয়সে ছোট ], [হিয়ার বাঁধন], [Short Film - মামা ভাগিনা মধু বিক্রেতা ] etc
[Tazim Media]
[Director & CEO And Artist]
[Tazim Offical]
[Youtuber]
[Tazim Gaming]
[Gamer & Content Creator]
[Jana Kallayan Primary School, Chanpara,Rupgonj]
[Naba Kisholoy School & Collage]